শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
জাতীয়

নাইক্ষ্যংছড়িতে ট্যুরিস্ট স্পট পরিদর্শনে পর্যটন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
২০ অক্টোবর ২০১৯

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দর্শনীয় ট্যুরিস্ট স্পটগুলো পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

পাহাড়ের সম্ভাবনাময় পর্যটন শিল্পের বিকাশে রোববার (২০ অক্টোবর) দুপুরে মাহবুব আলীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নাইক্ষ্যংছড়ি উপজেলা সফরে যান। প্রতিনিধি দলটি প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত নাইক্ষ্যংছড়ি উপবন লেক পর্যটন স্পট এবং সোনাইছড়ি ইউনিয়নের সম্ভাবনাময় কয়েকটি দর্শনীয় স্থান পরিদর্শন করেছে।

এ সময় অন্যান্যদের মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মুহিবুল হক, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান রাম কৃষ্ণ দাশ, বান্দরবানের অতিরিক্তি পুলিশ সুপার আলী হোসেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. শফিউল্লাহ, নাইক্ষ্যংছড়ি ইউএনও সাদিয়া আফরিন কচিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী জানান, পার্বত্য অঞ্চলে পর্যটন শিল্পের ব্যাপক সম্ভাবনা রয়েছে। পর্যটন শিল্পের বিকাশে পাহাড়ের ট্যুরিস্ট স্পটগুলো ঘুরে দেখা হচ্ছে। পর্যটন শিল্পের সম্প্রসারণের মাধ্যমে এই অঞ্চলের অর্থনৈতিক চাকা আরও সচল হবে। নতুন নতুন কর্মসংস্থান তৈরি হবে। সম্ভাবনা যাচাইয়ের মাধ্যমে পর্যটন শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।

প্রসঙ্গত, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি-জারুলিয়াছড়ি এলাকায় পর্যটন কমপ্লেক্স নির্মাণে অর্থ বরাদ্দ চেয়ে গত ৩০ জুলাই বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে লিখিত আবেদন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান। আবেদনের পরিপ্রেক্ষিতে সরেজমিনে সম্ভাবনা যাচাইয়ে পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর নেতৃত্বে প্রতিনিধি দলটি পরিদর্শনে যান।

টানা ১৯ ঘণ্টা ১৬ মিনিটে নিউ ইয়র্ক থেকে সিডনি
জেনে নিন যে দশ কারণে ইরান ভ্রমণ করবেন !!

আপনার মতামত লিখুন