বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
জাতীয়

উল্লাপাড়ায় পর্যটন কেন্দ্র নির্মাণ হচ্ছে

অনলাইন ডেস্ক
০৯ জানুয়ারি ২০২১

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় সরকারি খাস জমিতে গড়ে তোলা হবে পর্যটন কেন্দ্র। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এর উদ্যোগে পর্যটন কেন্দ্র গড়ে তোলার কাজ অচিরেই শুরু করবে স্থানীয় প্রশাসন। করোতোয়া নদী ঘেঁষে দৃষ্টিনন্দন সোনাতলা ব্রিজ সংলগ্ন স্থানে হবে এই পর্যটন কেন্দ্র। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী জাবেদ আহমেদ এ তথ্য জানান।

বাংলা ট্রিবিউনকে জাবেদ আহমেদ বলেন, ‘বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে গড়ে তোলা হবে একটি নয়নাভিরাম পর্যটন কেন্দ্র। ইতোমধ্যে অর্থ বরাদ্দ হয়েছে। আশা করছি স্থানীয় প্রশাসন অচিরেই কাজটি শুরু করবে। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সরেজমিনে স্থানটি পরিদর্শন করলাম। পর্যটন কেন্দ্রটি নির্মাণ করা হলে অনেকেরই কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।’

কুয়াকাটা সৈকতকে বাঁচাতে এখনই পদক্ষেপ নিন
করোনা থেকে বাঁচতে কিনে ফেললেন বিমানের সব টিকিট!

আপনার মতামত লিখুন