মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ইভেন্ট

ভ্রমণকে সহজ করতে চালু হলো ‘শেয়ার ট্রিপ’ অ্যাপ

নিজস্ব প্রতিবেদক
০৫ আগস্ট ২০১৯

বিভিন্ন দেশে ঘুরতে যাওয়া বাংলাদেশি ভ্রমণপিপাসুদের দেশে বসেই বিমানের টিকিট ও হোটেল বুকিং করে দেবে ‘শেয়ার ট্রিপ’। অ্যানড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে চলা অ্যাপটি ভ্রমণের ধরন অনুযায়ী আনুমানিক খরচের তথ্য জানানোর পাশাপাশি বিদেশে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য গাড়িও ভাড়া করে দেবে। মঙ্গলবার ঢাকার একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে অ্যাপটির উদ্বোধন করেন শেয়ার ট্রিপের পরিচালক সিয়াম্যাক ক্যামেলিয়া। উপস্থিত ছিলেন শেয়ার ট্রিপের প্রতিষ্ঠাতা ও সিইও কাশেফ রহমান, পরিচালক তানভীর আলী প্রমুখ। অনুষ্ঠানে জানানো হয়, দেশি অ্যাপ ডেভেলপারদের তৈরি অ্যাপটিতে বাংলাদেশে ব্যবহৃত সব ধরনের ক্রেডিট কার্ডের মাধ্যমে অর্থ লেনদেন করা যাবে।

পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ ভ্রমণ
টাঙ্গুয়ার হাওরে দেড় দশকেও গড়ে উঠেনি ইকো ট্যুরিজম সুবিধা

আপনার মতামত লিখুন