শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ঘুরে আসি

৫ মাস পর সীমিত পরিসরে খুলছে বান্দরবানের পর্যটন স্পট

নিজস্ব প্রতিবেদক
২০ আগস্ট ২০২০

প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর বান্দরবানের সকল পর্যটন স্পট, হোটেল, মোটেল, রিসোর্টসহ পর্যটন সংশ্লিষ্ট সবকিছুই আগামীকাল থেকে সীমিত পরিসরে খুলে দেওয়া হচ্ছে।

‘কঠোর স্বাস্থ্য বিধি মেনেই আগামীকাল থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সকল পর্যটন স্পট এবং পর্যটন সংশ্লিষ্ট সবকিছুই সীমিত পরিসরে খুলে দেওয়া হবে,’ বলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব আলম।

আজ বৃহস্পতিবার জেলা প্রশাসনের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানান এডিএম মাহবুব।

তিনি বলেন, ‘আমরা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে গাইডলাইন এবং স্বাস্থ্য নির্দেশিকা প্রস্তুত করেছি।’

‘কেউ নির্দেশাবলী অমান্য করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আমরা নির্দেশাবলীর বাস্তবায়ন পর্যবেক্ষণ করব,’ যোগ করেন তিনি।

দেশে করোনাভাইরাস প্রাদুর্ভাবের পর জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ১৯ ই মার্চ থেকে সমস্ত হোটেল, মোটেল এবং পর্যটন স্পট বন্ধ ছিল। এরপর থেকেই পর্যটন শহর বান্দরবানের শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট এবং এই সেক্টরের কয়েক হাজার শ্রমিক প্রায় কর্মহীন হয়ে পড়েন।

মোহনগঞ্জে উদীয়মান নেতৃত্বের শীর্ষে তোফায়েল আহমেদ
বিমানের আবুধাবি ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বাতিল

আপনার মতামত লিখুন