বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সীমানার ওপারে

যে পর্যটন কেন্দ্রে নিষিদ্ধ হচ্ছে প্লাস্টিক!

অনলাইন ডেস্ক
২৫ জুন ২০১৯

পর্যটন কেন্দ্রগুলোতে প্লাস্টিকের ব্যবহারের কারণে প্রাণি জগতের মারাত্নক ক্ষতি হচ্ছে। এমন কি প্রাকৃতিক সম্পদগুলোও হারিয়ে যাচ্ছে খুব দ্রুত। তাই এখন প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে অনেক দেশের পর্যটন কেন্দ্রেই নেয়া হচ্ছে নানা উদ্যোগ।

এমনই একটি উদ্যোগ নিতে যাচ্ছে ভারত। ২০০ বছর পুরানো তামিলনাড়ুর পার্বত্য শহর উটি। দেশটির স্বাধীনতা দিবসের দিন থেকে উটিতে সব ধরনের প্লাস্টিক নিষিদ্ধ করা হচ্ছে। যার মধ্যে রয়েছে পানীয় বোতল, খাবার মোড়ার প্লাস্টিক পর্যন্ত।

পার্বত্য অঞ্চলের এক নাগরিক আদালতে একটি মামলা করেন। যাতে তিনি জানিয়েছেন, উটিতে ভ্রমণে আসা পর্যটকদের জন্য প্রতিনিয়ত এই শহরে বাড়ছে প্লাস্টিকের সংখ্যা। যেহেতু প্লাস্টিকের পানির বোতলও নিষিদ্ধ করা হয়েছে তাই আধুনিক পানীয় স্টেশনের ব্যবস্থাও করা হবে শহরটিতে।

যার বেশির ভাগ থাকবে উটি ও অন্য পর্যটন স্থানগুলোতে। ২০০ বছর পুরানো তামিলনাড়ুর এই পার্বত্য শহরে প্রায় ৮০ হাজার মানুষের বাস। তবে প্রতিবছর প্রায় ৫০ লাখ পর্যটক উটি যান ভ্রমণে। আর তাই সেই শহরকে পরিষ্কার করতেই প্লাস্টিক বন্ধের এই উদ্যোগ নিল ভারত।

ট্রেন ভ্রমণেও ঝুঁকি?
নদী বাঁচলে টিকে থাকবে পর্যটন শিল্প

আপনার মতামত লিখুন