শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
সীমানার ওপারে

মহাকাশ ভ্রমণ করে ফিরলেন কোরআন সঙ্গে নেওয়া আরব যুবক

অনলাইন ডেস্ক
১৫ অক্টোবর ২০১৯

কোরআন সঙ্গে নিয়ে মহাকাশ ভ্রমণে গিয়ে ইতিহাসে নাম লিখিয়েছেন হাজ্জাজ-আল মানসুরি নামে এক আরব যুবক। আট দিনের সফর শেষে পৃথিবীতে ফিরেও এসেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রথম মহাকাশচারী হাজ্জাজ।

সংযুক্ত আরব আমিরাতের প্রভাবশালী দৈনিক গালফ নিউজের প্রতিবেদেনে জানা যায়, গতকাল শনিবার হাজ্জাজকে আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে লাল গালিচা সংবর্ধনা দিয়ে স্বাগত জানান আবু ধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

এদিকে, দেশটিতে ইতিহাসের প্রথম নভোচারীকে এক পলক দেখতে বিমানবন্দরে মানুষের ঢল নামে। লালগালিচার দুই পাশে  নারী, পুরুষ, শিশুরা হাজ্জাজ আল মানসুরিকে স্বাগত জানায়। হাজ্জাজের ওপর ফুলের পাঁপড়ি ছিটিয়ে দেয় শিশুরা। অনেক শিশু ফুলের তোড়া নিয়ে দৌঁড়ে গিয়ে জড়িয়েও ধরে হাজ্জাজকে। এ সময় তার সম্মানে কিছু মানুষকে দেশটির ঐতিহ্যবাহী ইয়োলা নাচ প্রদর্শন করেন।

এর আগে এক প্রতিবেদনে গালফ নিউজ জানিয়েছিল, দেশটির জাতীয় পতাকার সঙ্গে মহাকাশে পবিত্র কোরআনের একখণ্ড পাণ্ডুলিপি নিয়ে গেছেন আল মানসুরি।

আন্তর্জাতিক স্পেস স্টেশনের বরাতে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে আরও বলা হয়, মহাকাশ সফরে ১০ কেজি পণ্য বহন করতে পারবেন হাজ্জাজ আল মানসুরি। সে হিসাবে কোরআনের একখণ্ড পাণ্ডুলিপি, পারিবারিক ছবি, খাঁটি সিল্কে বোনা আরব আমিরাতের পতাকা, ‘কিসাতি’ (আমার গল্প) নামক একটি গ্রন্থ, শায়খ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের ছবি এবং ‘আল গাফ’ গাছের ৩০টি বীজ মহাকাশে নিয়ে যাচ্ছেন এই আরবীয় নভোচারী।

কিশোরগঞ্জের পুরো হাওর এখন পর্যটন এলাকা
ভারত ভ্রমণে শীর্ষে বাংলাদেশিরা

আপনার মতামত লিখুন