শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
সীমানার ওপারে

এবার প্লেগ শনাক্ত চীনে, পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

স্টাফ রিপোর্টার
০৯ জুলাই ২০২০

গত বছরের ডিসেম্বরের শেষের দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। তারপর এখন পর্যন্ত সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক কোটি ২১ লাখ ৭২ হাজার একশ ৮১ জন এবং মারা গেছে পাঁচ লাখ ৫২ হাজার একশ ৬১ জন।

করোনা মহামারির মধ্যেই চীনের মঙ্গোলিয়ায় এবার বিউবোনিক প্লেগ শনাক্ত হয়েছে। সে কারণে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। বিউবোনিক প্লেগের প্রাদুর্ভাব ঠেকাতে সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে।

এর পাশাপাশি প্লেগ প্রতিরোধে সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছে চীন। অন্যদিকে বিউবোনিক প্লেগ শনাক্তে মঙ্গোলিয়া সীমান্তবর্তী বুরিতিয়া অঞ্চলে কাঠবিড়ালী জাতীয় বিভিন্ন প্রাণীর দেহে পরীক্ষা শুরু করেছে রাশিয়া।

জানা গেছে, এ  সপ্তাহে বেইজিংয়ের উত্তর-পশ্চিমাঞ্চলের মঙ্গোলিয়ায় বিউবোনিক প্লেগ শনাক্ত হয়। এর পর  শহরজুড়ে ৩ মাত্রার প্লেগ প্রতিরোধে সতর্কতা জারি করা হয়। প্লেগ ছড়িয়ে পড়া ঠেকাতে পর্যটন কেন্দ্রগুলোও বন্ধ করে দেয়া হয়েছে।

পর্যটন খাত উন্মুক্ত করেছে দুবাই
অক্টোবর থেকে কানাডা যাবে বিমান

আপনার মতামত লিখুন