শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সীমানার ওপারে

আমিরাত-ব্রিটেন ভ্রমণে কড়াকড়ি

অনলাইন ডেস্ক
১৩ জানুয়ারি ২০২১

ভ্রমণের তিন দিন আগে করোনা পরীক্ষার ব্যাপারে সনদ থাকতে হবে। এরপর সংযুক্ত আরব আমিরাত থেকে ব্রিটেনে ভ্রমণকারীদের ১০ দিন সেল্ফ আইসোলেশনে থাকতে হবে।

ব্রিটেনের পরিবহণ মন্ত্রণালয় গতকাল সোমবার এ তথ্য জানিয়েছে। এ ব্যাপারে খালিজ টাইমস এক প্রতিবেদনে বলছে, মঙ্গলবার ভোর ৪টা থেকে এ নির্দেশনা কার্যকর হবে।

ব্রিটেনের পরিবহণ মন্ত্রণালয় এক বিৃতিতে জানিয়েছে, এ দেশে আসা ভ্রমণার্থীদের করোনা পজিটিভ ধরা পড়ার হার বেড়ে যাওয়ার জেরে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে গত এক সপ্তাহে সংযুক্ত আরব আমিরাত থেকে আসা যাত্রীদের সংক্রমণ ধরা পড়ার হার ৫২ শতাংশ বেড়ে যাওয়ার জেরে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমান নীতিমালা অনুসারে সকল স্থান থেকে ইংল্যান্ড কিংবা স্কটল্যান্ডে যেতে হলে ভ্রমণের তিন দিন আগে করোনা পরীক্ষা করার সনদ থাকতে হবে।

সূত্র: খালিজ টাইমস

উজাড় হয়ে যাচ্ছে টাঙ্গুয়ার হাওরের ঘন সবুজ বন
খেতাছিড়া মোহনায় পর্যটন স্পট কারার দাবিতে মানববন্ধন

আপনার মতামত লিখুন