বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
লাইফস্টাইল

করোনায় বেড়াতে গেলে যেসব বিষয় খেয়াল রাখবেন

অনলাইন ডেস্ক
১১ জানুয়ারি ২০২১

করোনা মহামারীতে গেল এক বছর ধরে বন্দি জীবন কাটাচ্ছে মানুষ। কেউ কেউ ভাবছেন ১০ মাসের ঘরে বসা ক্লান্তি দূর করতে ঘুরে আসবেন দূরে কোথাও থেকে। করোনার টিকা বাজারে আসতে শুরু করায় মানুষ সাহস করে হলেও বাইরে বের হচ্ছে। সোশ্যাল মিডিয়া খুললেই চোখে পড়ছে বাইরে বেড়ানোর ছবি। তবে করোনার মধ্যে ঘোরাঘুরি করলে মেনে চলতে হবে কিছু নিয়ম কানুন।

যেসব বিষয়ে সতর্ক হবেন:

সতর্কতা অত্যন্ত জরুরি। কারণ, টিকা বের হয়েছে মানে এই নয় যে সব ঠিক হয়ে গেছে। একবার টিকা দেওয়া হলে বড়জোর ছয় মাসের মত রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় থাকবে। আর বেড়াতে হলে সবরকম সুরক্ষাবিধি মেনে তারপর বের হতে হবে।

১. যেখানেই যান, মাস্ক ব্যবহার বন্ধ করলে চলবে না। এমনকি, জনবহুল নয় এমন জায়গাতেও না। কারণ মনে রাখতে হবে, আপনি নিজেও কোনও না কোনও ভাবে সংক্রমণ ছড়াতে পারেন।

২. বেড়াতে গেলে হোটেলে থাকতেই হবে। সে ক্ষেত্রে হোটেলের ঘর পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নিতে হবে নিজেকেই। কম্বল বা ব্ল্যাঙ্কেট নিজেরটা নিয়ে যাওয়াই ভাল। হোটেলের দেওয়া তোয়ালেও ব্যবহার না করা ভালো।

৩. খাওয়া দাওয়ার ক্ষেত্রেও যদি বাইরে থেকে খাবার খেতে হয় তবে হোটেলের প্লেটের উপর যদি কাগজের প্লেট ব্যবহার করা ভালো।

৪. এ ছাড়া ঘন ঘন হাত ধোয়া বা স্যানিটাইজ করতে হবে।

৫.বেড়াতে যাওয়ার জন্য এখন বেশি জনবহুল জায়গা না বেছে, অপেক্ষাকৃত ফাঁকা জায়গা বেছে নেওয়া ভাল।  

৬.আশেপাশের স্থানীয় হাসপাতালের নম্বর, অ্যাম্বুল্যান্সের নম্বর রাখুন।

মনে রাখতে হবে, আপনার সুরক্ষাবিধি বজায় রাখার উপরেই নির্ভর করছে বাকিদের সুরক্ষাও।

সূত্র: আনন্দবাজার

পর্যটন শিল্পের উন্নয়নে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে
দেশকাল পত্রিকার ওয়েবসাইট উদ্বোধন

আপনার মতামত লিখুন