শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
গাঁও গেরাম

তিস্তা সীডস কোম্পানির ডালিয়া-৪৪৫৫ ভুট্টার বীজে বাম্পার ফলন

নিজস্ব প্রতিবেদক
২১ এপ্রিল ২০২১

তিস্তা সীডস কোম্পানির আমদানিকৃত হাইব্রিড ভুট্টার বীজ ডালিয়া-৪৪৫৫ ভুট্টার বাম্পার ফলন হয়েছে দেশের বিভিন্ন স্থানে।

গত কয়েক বছর ধরে উন্নতমানের ভুট্টার বীজ আমদানি করছে প্রতিষ্ঠানটি। বরাবরের মত এবারও ডালিয়া-৪৪৫৫ ভুট্টার বীজের ফলন বেশি পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন অনেক কৃষক।

তিস্তার চরের কৃষক মিন্টু মিয়া ডালিয়া-৪৪৫৫ হাইব্রিড ভুট্টার বীজ চাষ করে অনেক বেশি ফলন পেয়েছে বলে জানিয়েছেন। মিন্টু মিয়া ৬৭ শতক জমি থেকে ১০২ মণ ভুট্টার ফলন পেয়েছেন। তিনি বলেন, অন্য বীজের তুলনায় ডালিয়া-৪৪৫৫ বীজের ফলন বেশি পাচ্ছেন।

তিস্তা সীডস এর আমদানিকারক আলমগির হোসেন বলেন, ডালিয়া-৪৪৫৫ হাইব্রিড বীজের ভুট্টায় পানির পরিমান খুবই কম থাকে তাই এক রোদেই শুকিয়ে বিক্রি করা যায়। ডালিয়া-৪৪৫৫ হাইব্রিড বীজের ভুট্টার প্রতিটি দানার রঙ উজ্জ্বল সোনালি রঙের, ওজন বেশি, ঝর বাতাস সহনশীল ও ফলন বেশি পাওয়ায় দেশের বিভিন্ন স্থানের কৃষক ডালিয়া-৪৪৫৫ বীজ চাষে আগ্রহী হচ্ছেন।

তিনি আরও বলেন, নীলফামারী, লালমনিরহাট, জামালপুর, কুড়িগ্রাম, দিনাজপুর, মানিকগঞ্জ, ঠাকুরগাঁও, চুয়াডাঙ্গা ও রংপুর জেলায় ডালিয়া-৪৪৫৫ হাইব্রিড বীজের ব্যপক চাষ হচ্ছে।

করোনাকালেও অবাধ ভ্রমণ চালু রাখবে অস্ট্রেলিয়া, আশা জেসিন্ডার
মার্কিনদের ৮০ ভাগ দেশে ভ্রমণ না করার পরামর্শ

আপনার মতামত লিখুন