শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
অর্থনীতি

সঞ্জু দাসের স্বপ্নপূরণ করলো ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক
১৪ এপ্রিল ২০২১

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডিতে সংবাদ প্রকাশের পর সেই সঞ্জু দাসের (দুই হাত নেই) চাওয়া পূরণে এগিয়ে এসেছে দেশের শীর্ষ স্থানীয় ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ।

মঙ্গলবার (১৩ এপ্রিল) সঞ্জু দাসের চাওয়া অনুযায়ী একটি কম্পিউটার ও টেবিলসহ তার পরিবারের কাছে হস্তান্তর করেছে প্রতিষ্ঠানটি।

এর আগে গত ৩ এপ্রিল ‘হাতহীন সঞ্জুর চাওয়া শুধু একটাই’ শিরোনামে রাইজিংবিডি ডটকমের ‘ক্যাম্পাস’ পাতায় একটি মানবিক প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি ওয়ালটন কর্তৃপক্ষের নজরে আসলে তাৎক্ষণিকভাবে সঞ্জু দাসের পরিবারের খোঁজখবর নেওয়া হয়। পরে সঞ্জু দাসের জন্য উপহারসামগ্রী তার পরিবারের কাছে তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের ডেপুটি ডিরেক্টর ক্রেডিট সেকশনের হেড হুমায়ূন কবির হিমু, নরসিংদীর এরিয়া ম্যানেজার হামীম মোহাম্মদ আসিফ উন নবী, ক্রেডিট মনিটর সোহেল রানা, ওয়ালটন প্লাজা নরসিংদীর ম্যানেজার মো. শাহ আলম, মাধবদী প্লাজার ম্যানেজার মো. জহিরুল ইসলাম, রাইজিংবিডির নরসিংদী প্রতিনিধি গাজী হানিফ মাহমুদ, সময় টেলিভিশন নরসিংদীর স্টাফ রিপোর্টার আশিকুর রহমান পিয়াল ও নরসিংদী সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন সরকার।

কম্পিউটার পেয়ে দুই হাতহীন সঞ্জু আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, ‘আমি রাইজিংবিডিকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার কষ্ট গাঁথাজীবন কাহিনি ও স্বপ্নপূরণের আশা নিয়ে প্রতিবেদন করার জন্য।  আজ আমার ইচ্ছে অনুযায়ী কম্পিউটার পেয়ে আনন্দিত আমি।  মনে হচ্ছে আমার স্বপ্নের প্রথম ধাপ আজ পূরণ হলো।’

সঞ্জু বলেন, ‘ওয়ালটনকে আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। আমার মতো অসহায় পরিবারের পাশে দেশের শীর্ষ স্থানীয় ইলেক্ট্রনিক্স পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন দাঁড়িয়েছে। আমরা ওয়ালটন কর্তৃপক্ষের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবো। আমি প্রার্থনা করি রাইজিংবিডি ও ওয়ালটন কর্তৃপক্ষের জন্য।’

সঞ্জুর জেঠি মা (কাকি মা) সুমি রানী দাস বলেন, ‘২০০৩ সালের ৬ আগস্ট জন্ম সঞ্জুর। জন্মের পর হাতহীন তাকে দেখে সবাই আশ্চর্য হয়ে উঠলেও আমি একটুও বিচলিত হইনি। তার লালন পালনের দায়িত্ব নিয়ে আমি তাকে বড় করে তুলি। তার সঙ্গে আমারও একটি কন্যা সন্তান ছিল। সঞ্জুর বয়স যখন পাঁচ, তখন তাকে প্রথম আমি প্লাস্টিকের খেলনার বর্ণ দিয়ে অক্ষর চেনাই। পরে প্রথম তাকে চেষ্টা করি মুখ দিয়ে কীভাবে লেখা শেখানো যায়।  মুখে লিখতে না পারায় পা দিয়ে লেখা শেখাতে শুরু করি।’

‘পরে স্থানীয় জবেদ আলী ভূইয়া বিদ্যানিকেতনে ভর্তি করি। তাকে বইয়ের ব্যাগ স্কুলে আনা ও নেওয়ায় সহযোগিতা করেন আমার মেয়ে নাছিমা দাস। সঞ্জু আস্তে আস্তে একজন ভালো ছাত্রে পরিণত হয়। যখন ৬ষ্ঠ শ্রেণিতে বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ে ভর্তি করি, তখনই সে একটু সমস্যায় পড়েন।  কারণ অনেক লেখাপড়া। তারপরেও সে হাল ছাড়েনি।  অদম্য সাহসের সঙ্গে পড়াশোনায় মন দেয়। তখন থেকেই তার একটা ইচ্ছা কীভাবে প্রতিবন্ধকতা জয় করে বড় হবে সে।’

সঞ্জুর মা শেফালী রানী দাস বলেন, ‘প্রার্থনা করছি ওয়ালটন ও রাইজিংবিডির জন্য।  আমাদের পাশে দাঁড়িয়েছে বলে।  আমার একটাই প্রার্থনা, সঞ্জু দাস যেন একজন আর্দশ মানুষ হতে পারে।’

নরসিংদী সুইড বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন সরকার বলেন, ‘সমাজে অনেক বিত্তবান মানুষের বসবাস। আজ ওয়ালটনের মতো যদি অসহায়দের স্বপ্ন পূরণে সবাই এগিয়ে আসে, এভাবেই অসহায় মানুষের মুখে হাসি ফুটে উঠবে।’

ওয়ালটন গ্রুপের ডেপুটি ডিরেক্টর ক্রেডিট সেকশনের হেড হুমায়ূন কবির হিমু বলেন, ‘ওয়ালটন শুধু ব্যবসাই করে না, বিভিন্ন সামাজিক ও মানবিক কাজেও এগিয়ে আসে।  সঞ্জু দাস এর একটি উদাহরণ। আজ অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডির একটি প্রতিবেদনের জন্য একটি প্রতিবন্ধীর প্রতি সহযোগিতার হাত বাড়িয়েছে ওয়ালটন গ্রুপ। এ অবদান রাইজিংবিডির। ওয়ালটনের দেওয়া একটি কম্পিউটারে হয়তো একটি প্রতিবন্ধী শিক্ষার্থীর জীবন বদলে দিতে পারে। বাস্তবায়িত হতে পারে সঞ্জু দাসের স্বপ্ন।’

উল্লেখ্য, নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের কান্দাইল হিন্দুপাড়া গ্রামের চিত্তরঞ্জ দাসের ছেলে সঞ্জু দাস। জন্মগতভাবেই তার দুটি হাত নেই। তবু প্রতিবন্ধী হয়ে তিনি পরিবারের বোঝা না হয়ে কোনো একটা করে পিতা-মাতাকে সহযোগিতা করতে চাচ্ছেন। সে লক্ষ্য নিয়েই দুই পা দিয়ে লিখে পড়াশোনা চালিয়ে স্বপ্ন জয়ের পথে এগিয়ে চলছেন। বর্তমানে তিনি আমদিয়া ইউনিয়নের বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ব্যবসায়ী শিক্ষা শাখার একজন শিক্ষার্থী।

ছোটবেলা থেকেই তার ইচ্ছা পড়ালেখার পাশাপাশি কম্পিউটার শিখে তিনি একজন সফল উদ্যোক্তা হয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ায় অংশ নেবেন। কিন্তু অসচ্ছল পরিবারের সন্তান সঞ্জু দাসের এই ইচ্ছা যেন শুধুই স্বপ্ন!

সঞ্জুর পিতা চিত্তরঞ্জন দাস একজন মাছ বিক্রেতা, তার সামান্য আয়ে স্ত্রীসহ তিন ছেলে-মেয়ে নিয়ে কোনো রকম চলে তার সংসার। কিন্তু এই অবস্থায় ছেলেকে আবার কীভাবে কম্পিউটার শেখার স্বপ্ন পূরণ করবেন এ পিতা।

সম্প্রতি আমদিয়া ইউনিয়নের কান্দাইলে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে দুই হাতহীন সঞ্জুকে মাঠে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দেখে এগিয়ে যান মাধবদীর শাহিন আইটি সেন্টারের মালিক খন্দকার শাহিন। এ সময় কথা প্রসঙ্গে সঞ্জু তার ইচ্ছা কম্পিউটার শেখার কথা জানান শাহিনের কাছে।

পরে সব শুনে শাহিন তাকে কম্পিউটার শেখানোর দায়িত্ব নেন এবং তাকে একটি ভিজিটিং কার্ড দিয়ে চলে আসেন। সেই থেকে সঞ্জু মাধবদী এসে শাহিন আইটি সেন্টারে কম্পিউটার চালানো শিখছেন। তিনি দুই পা দিয়ে কি-বোর্ডের মাধ্যমে কম্পিউটার চালাচ্ছেন। পা দিয়েই এমএস ওয়ার্ডে লেখালেখিসহ বেশকিছু কাজ করতে পারেন।

এসময় সঞ্জু তার একটি কম্পিউটার থাকলে নিজে নিজেই বাড়িতে অনুশীলন করে কম্পিউটার চালানো শিখে ঘরে বসে টাকা আয়ের একটা ব্যবস্থা করতে পারতেন বলেও আকুতি জানান।

বগুড়ায় সিনেমা হলে মিললো রাজস্ব ফাঁকিকৃত অবৈধ সিগারেট কারখানা
লকডাউনে পর্যটন নগর কক্সবাজারে সুনসান নীরবতা

আপনার মতামত লিখুন