শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
অর্থনীতি

ঈদের ছুটিতে জাগবে পর্যটন

দেশ-বিদেশ ভ্রমণ করবে ১০ লাখের বেশি মানুষ

ডেস্ক রিপোর্ট
২৭ এপ্রিল ২০২২

করোনাভাইরাস সংক্রমণ কমেছে। চাইলে এবার ঈদের সময় ৯ দিন টানা ছুটি কাটানোর সুযোগ আছে অনেকের। ফলে দেশের ভেতরে যেমন, তেমনি বিদেশেও বেড়াতে যাবে অনেকে। এতে অভ্যন্তরীণ ও বহির্গামী পর্যটনে প্রাণসঞ্চারের আশা করছেন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা।

পর্যটন খাতের বিভিন্ন সংগঠনের নেতারা জানান, এই ঈদে শুধু কক্সবাজার ভ্রমণ করবে এক লাখের বেশি পর্যটক। এরই মধ্যে সেখানকার হোটেল-মোটেলের ৮০ শতাংশ কক্ষ পর্যটকরা বুকিং দিয়েছে। কক্সবাজারের বাইরে দেশের অন্যান্য গন্তব্যে এই সময় ভ্রমণ করবে আরো অন্তত চার লাখ মানুষ। আর পাশের দেশ ভারতে যাবে পাঁচ লাখের মতো পর্যটক। সৌদি আরব, থাইল্যান্ড, দুবাইয়ের মতো গন্তব্যে যাবে দেশি পর্যটকরা।     

কক্সবাজার ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার কামাল বলেন, ‘পুরো রমজান মাস পর্যটক না থাকায় পর্যটন ব্যবসায়ীদের ব্যবসায় মন্দা চলছে। তবে ঈদ সামনে রেখে লাখের বেশি পর্যটকের কক্সবাজারে সমাগম হবে বলে আশা করছি। ’

কক্সবাজারের সিগাল হোটেলের প্রধান নির্বাহী ইমরুল সিদ্দিকী রুমী কালের কণ্ঠকে বলেন, ‘ঈদের পরে টানা তিন দিনের জন্য এখানকার হোটেলের ৮০ শতাংশ কক্ষ আগাম বুকিং হয়ে গেছে। এতে বোঝা যাচ্ছে, ঈদের ছুটিতে অনেক লোকজন ভিড় করবে সাগর পারে। ’

জানতে চাইলে পর্যটন খাতের সর্ববৃহৎ সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সভাপতি মো. রাফেউজ্জামান কালের কণ্ঠকে বলেন, ‘এবার ঈদের লম্বা ছুটিতে অভ্যন্তরীণ পর্যটন গতি পাবে। কমপক্ষে পাঁচ লাখ মানুষ অভ্যন্তরীণ বিভিন্ন গন্তব্য ভ্রমণ করবে। এরই মধ্যে হোটেল-মোটেলের কক্ষ বিক্রি প্রায় শেষ। ’ তিনি বলেন, বিভিন্ন দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় বহির্গামী পর্যটনেও অনেকে আগ্রহী হচ্ছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সাম্প্রতিক জরিপ বলছে, বিদেশ ভ্রমণে বাংলাদেশিদের পছন্দের শীর্ষে আছে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে মধ্যপ্রাচ্যের সৌদি আরব ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মালয়েশিয়া। এর পরই আছে থাইল্যান্ড।

জরিপের তথ্য বলছে, গত ২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশ থেকে ২৯ লাখ ২১ হাজার পর্যটক বিদেশে ঘুরতে যায়। ভ্রমণে গিয়ে একেকজন পর্যটক বিদেশে গড়ে ছয় দিন অবস্থান করে। সবচেয়ে বেশিসংখ্যক পর্যটক গেছে ভারত ভ্রমণে। এটা মোট পর্যটনের প্রায় ৬০ শতাংশ। দ্বিতীয় অবস্থানে থাকা সৌদি আরবে যায় ৮ শতাংশ পর্যটক। তৃতীয় অবস্থানে থাকা মালয়েশিয়ায় গেছে ৫ শতাংশ পর্যটক। ৩ শতাংশ পর্যটক নিয়ে থাইল্যান্ড আছে তালিকার চতুর্থ অবস্থানে।

বিবিএসের জরিপে দেখা যায়, ২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশ থেকে বহির্গামী পর্যটনে ব্যয় হয়েছে ৩৩ হাজার ৬৮৬ কোটি টাকা। এ ছাড়া বিদেশ ভ্রমণে যাওয়ার আগে প্রাথমিক প্রস্তুতি হিসেবে খরচ হয়েছে আরো ৭৫০ কোটি টাকা।


সম্প্রতি বাংলাদেশ-ভারত যাত্রী যাতায়াতের জন্য স্থলবন্দর খুলে দেওয়ার পর ভিসা আবেদন কয়েক গুণ বেড়েছে। প্রতি কর্মদিবসে ঢাকাসহ বিভিন্ন শহরের ভারতীয় ভিসা আবেদনকেন্দ্রগুলোতে সাহরির পর থেকে আবেদনকারীদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে।

ভারতীয় ভিসা আবেদনকেন্দ্রের (আইভ্যাক) এক কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, গত মাসের হিসাবে দেখা গেছে, আবেদনকারীদের প্রায় ৭৫ শতাংশ পর্যটন ভিসা চেয়েছে। এর আগে মেডিক্যাল ভিসার আবেদন ছিল বেশি।

বাংলাদেশ আউট বাউন্ড ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের সহসভাপতি গোলাম কাদির কালের কণ্ঠকে বলেন, ‘এবার ঈদে অভ্যন্তরীণ পর্যটনে গতি আসবে। বছরজুড়ে এক কোটির বেশি মানুষ দেশের ভেতর ভ্রমণ করে। ঈদে পাঁচ লাখের বেশি মানুষ ভ্রমণ করবে বলে আমার বিশ্বাস। কারণ গত দুই বছর ধরে মানুষ বেড়াতে পারেনি। এবার সব কিছু স্বাভাবিক হয়ে উঠছে। ’

বহির্গামী পর্যটনে বেশির ভাগ মানুষ ভারত যাবে বলে জানালেন গোলাম কাদির। তিনি বলেন, ঈদের ছুটিতে পাঁচ লাখের বেশি মানুষ ভারতে যেতে পারে। এ ছাড়া অনেকে মালদ্বীপ, থাইল্যান্ড, নেপাল, দুবাই যাচ্ছে। মানুষের চাহিদা থাকায় এরই মধ্যে বিমানভাড়া বেড়ে গেছে।

বাংলাদেশের পর্যটকদের কাছে জনপ্রিয় গন্তব্য থাইল্যান্ড। ঢাকার থাই দূতাবাসে জানুয়ারি থেকে ভিসা দেওয়ার হার বেড়েছে বলে জানান দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি কুসুমা সারিবুনিয়ারিত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ডিপার্টমেন্টের সাবেক অধ্যাপক সৈয়দ রাশিদুল হাসান কালের কণ্ঠকে বলেন, পর্যটনের পাশাপাশি ভ্রমণকারীরা স্বাস্থ্যসেবা নিতে প্রায় ১০ হাজার কোটি টাকা খরচ করছে। বাংলাদেশের পর্যটন খাতে প্রশিক্ষিত লোকবলের অভাব আছে। বর্তমানে দেশের ২৩ লাখ লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পর্যটন খাতের সঙ্গে যুক্ত। ’

ঈদের ছুটিতে পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত পর্যটন স্পট
নওগাঁয় ঐতিহাসিক স্থান পরিদর্শনে চালু হচ্ছে ট্যুরিস্ট বাস

আপনার মতামত লিখুন