বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
অর্থনীতি

ডব্লিউআইসিসিআই পুরস্কার পেলো ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক
২৭ নভেম্বর ২০২২

‘আইকনিক কোম্পানিজ ক্রিয়েটিং এ বেটার ওয়ার্ল্ড ফর অল’ ক্যাটাগরিতে ডব্লিউআইসিসিআই পুরস্কার পেয়েছে বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। 

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাজধানীর হোটেল র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ-ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের (বিআইবিসি) যৌথ উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক নারী উদ্যোক্তা সম্মেলনে এ পুরস্কার দেওয়া হয়। প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান।

নানা আয়োজনের মধ্য দিয়ে ২৩ ও ২৪ নভেম্বর অনুষ্ঠিত হয় এ আন্তর্জাতিক উদ্যোক্তা সম্মেলন। ‘ইন্টারন্যাশনাল উইমেন এন্টারপ্রেনারস সামিট ২০২২’ শীর্ষক এ সম্মেলনে বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তি, সুপরিচিত উদ্যোক্তা ও কর্পোরেট লিডাররা অংশ নেন।

খাগড়াছড়িতে ওয়ালটনের ‘কাস্টমার সার্ভিস পয়েন্ট’ উদ্বোধন
বান্দরবানের ৩ উপজেলায় ফের ভ্রমণে নিষেধাজ্ঞা বাড়ল

আপনার মতামত লিখুন