শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ | ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
অর্থনীতি

ওয়ালটনের ৩ মডেলের কমার্শিয়াল ওয়াশিং মেশিন উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
২৩ মার্চ ২০২৫
ওয়ালটনের নতুন ৩ মডেলের কমার্শিয়াল ওয়াশিং মেশিন উদ্বোধন করছেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এস এম শামছুল আলম, পরিচালক তাহমিনা আফরোজ তান্নাসহ অতিথিরা

ওয়ালটনের নতুন ৩ মডেলের কমার্শিয়াল ওয়াশিং মেশিন উদ্বোধন করছেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এস এম শামছুল আলম, পরিচালক তাহমিনা আফরোজ তান্নাসহ অতিথিরা

অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ নতুন তিন মডেলের কমার্শিয়াল ওয়াশিং মেশিন উদ্বোধন করেছে দেশের সুপারব্র্যান্ড ওয়ালটন। ফ্রন্ট লোডিং সিস্টেমের নতুন কমার্শিয়াল ওয়াশিং মেশিনের মধ্যে রয়েছে-৫০ কেজি ধারণ ক্ষমতার ওয়াশার সিএমটিএইচ ৫০ মডেল, ৫০ কেজি ধারণ ক্ষমতার ড্রায়ার সিএমটিসি ৫০ মডেল এবং ১০ কেজি করে ওয়াশার এবং ড্রায়ার সিএমটিডি ডাবলডেক ১০ মডেল।

সম্প্রতি গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সদর দপ্তরে নতুন মডেলের এসব কমার্শিয়াল ওয়াশিং মেশিন উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান এস এম শামছুল আলম ও পরিচালক তাহমিনা আফরোজ তান্না।

সে সময় উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইউসুফ আলী, ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার (সিবিও) মোস্তফা কামালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে ওয়ালটনের পরিচালক এবং হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের মনিটরিং ডিরেক্টর তাহমিনা আফরোজ তানড়বা জানান, প্রতিনিয়ত বিশ্বের লেটেস্ট প্রযুক্তি ও ফিচার সমৃদ্ধ সাশ্রয়ী দামের নতুন নতুন মডেলের ওয়াশিং মেশিন তাদের হাতে তুলে দিচ্ছে ওয়ালটন। ওয়ালটনের রিসার্চ অ্যান্ড ইনোভেশন টিমের প্রকৌশলীরা ওয়াশিং মেশিনে নিত্য নতুন অত্যাধুনিক ফিচার যোগ করতে নিরলস প্রচেষ্টা চালাচ্ছে। এসব কারণে স্থানীয় বাজারে ওয়ালটন ব্র্যান্ডের ওয়াশিং মেশিনের গ্রাহকপ্রিয়তা দিন দিন উল্লেখযোগ্য হারে বাড়ছে। এরই ধারাবাহিকতায় ওয়ালটন প্রথমবারের মতো দেশে অত্যাধুনিক প্রযুক্তি ও ফিচারের কমার্শিয়াল ওয়াশিং মেশিন উদ্বোধন করেছে।

ওয়ালটনের হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের সিবিও মোস্তফা কামাল বলেন, “ওয়ালটন সদর দপ্তরে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির আন্তর্জাতিকমানের ওয়াশিং মেশিন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট। সেখানে ওয়ালটন ব্র্যান্ডের ফ্রন্ট, টপ লোড অটোমেটিক ও সেমি অটোমেটিক টাইপের ৩০ মডেলেরও বেশি ওয়াশিং মেশিন উৎপাদন করা হচ্ছে। ইউরোপীয় এনার্জি স্ট্যান্ডার্ড অনুসরণের তৈরি নতুন মডেলের কমার্শিয়াল ওয়াশিং মেশিনে প্রতি ওয়াশে বিদ্যুৎ সাশ্রয় হয় অনেক।”

“এছাড়া একাধিক ভিন্ন ধরনের ঘূর্ণন কৌশল কাপড়কে কোনো ক্ষতি ছাড়াই ওয়াশ করে। রয়েছে টাচ-স্ক্রিন প্যানেল। স্টেইনলেস স্টিল ব্যবহার করায় ওয়ালটনের এসব ওয়াশিং মেশিন অনেক দীর্ঘস্থায়ী। নতুন মডেলের কমার্শিয়াল ওয়াশিং মেশিনের দাম পড়বে ১৭ থেকে ৩৫ লাখ টাকার মধ্যে।”

জানা গেছে, ওয়ালটনের কমার্শিয়াল ওয়াশিং মেশিনের স্পেয়ার পার্টসে এক বছর ওয়ারেন্টিসহ ফ্রি ইনস্টলেশন সুবিধা দেওয়া হবে।   

প্রথমবারের মতো ইয়েমেনে এসি রপ্তানি করল মার্সেল

আপনার মতামত লিখুন