শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
জাতীয়

‘ডিজিটাল পর্যটন’ উৎসব পালনের উদ্যোগ

অনলাইন ডেস্ক
০৫ অক্টোবর ২০১৯

২০২০ সালে বছরব্যাপী ‘ডিজিটাল পর্যটন’ উৎসব পালনের উদ্যোগ নিয়েছে বেসরকারি দুটি প্রতিষ্ঠান। টেকগনাইজ সল্যুশন লিমিটেড এবং রান বাংলাদেশ যৌথভাবে এ উৎসব আয়োজন করতে যাচ্ছে। 

এ উপলক্ষে সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

টেকগনাইজ সল্যুশন লিমিটেডের পরিচালক আসসাফফাত সুহৃদ বলেন, তৃণমূল পর্যায়ে পর্যটন সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে আমাদের এ উদ্যোগ। তথ্যপ্রযুক্তির মাধ্যমে সহজেই ঘরে ঘরে যাবে পর্যটন সেবা এজন্য আমরা এর নাম দিয়েছি ‘ডিজিটাল পর্যটন’ উৎসব।

রান বাংলাদেশের প্রতিষ্ঠাতা মজিবুর রহমান রানা বলেন, পর্যটন সেবাকে অনলাইনে আরও সহজলভ্য করতে কাজ করছে ‘রান বাংলাদেশ’। অল্প সময়ে কম খরচে জনগণের কাছে পর্যটন সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা নতুন এই উদ্যোগ গ্রহণ করেছি। বিজ্ঞপ্তি। 

ভ্রমণে স্বাস্থ্য সচেতনতা
জমজমাট জাতীয় ক্রিকেট লিগের টাইটেল স্পন্সর ওয়ালটন

আপনার মতামত লিখুন