বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
জাতীয়

সালমানের হাত খরচের টাকায় হাসি ফুটলো ৫০ পরিবারে

নিজস্ব প্রতিবেদক
০১ জুন ২০২০
 সালমান হোসেন

সালমান হোসেন

রাজধানীর দারুস সালাম এলাকার তরুণ সালমান হোসেন প্রায়ই দুঃস্থ মানুষকে সহায়তা করেন। সম্বল বলতে হাত খরচের টাকা। সেই নিয়েই অসহায় মানুষকে সাহায্য করে এসেছেন। কিন্তু বর্তমান করোনা পরিস্থিতিতেও তিনি থেমে থাকেনি। হাত খরচের টাকা জমিয়ে সীমিত পুঁজি নিয়েই নেমে পড়েছেন কিছু নিম্ন মধ্যবিত্ত পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দিতে। ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন সালমান হোসেন। কোনো ফটো শেসন ছাড়াই মাস্ক, আটা, ডাল, সুজি, চাল, গুড়া দুধসহ নানা খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দিয়েছেন। 

সালমান হোসেন বলেন, নিজের ক্ষুদ্র হাত খরচের টাকা দিয়ে মাঝে মাঝেই ভালো কাজ করার চেষ্টা করেছি। কিন্তু এই পরিস্থিতিতে আর চুপচাপ থাকা গেল না। যেটুকু সম্বল আছে সেটা দিয়েই খাদ্যসামগ্রী কিনে ফেলেছি। আমি ঠিক করেছি যাদেরকে সহায়তা দেব, তাদের কারোর ছবি তুলবো না। ওরা নিঃস্ব নন, শুধুমাত্র পরিস্থিতির শিকার। তিনি মনে করে ছোট ছোট অংশ গ্রহণ মিলেই এক সময় বড় কিছু হবে। তাকে দেখে সবাই উৎসাহিত হবে, রচিত হবে মানবিকতার জয়গান।

করোনা হলে পর্যটকদের খরচ বহন করবে সাইপ্রাস
ওয়ালটন এসিতে বিদ্যুৎ খরচ ঘণ্টায় মাত্র ৩.৭৪ টাকা

আপনার মতামত লিখুন