জাতীয়
মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজীর আহম্মদের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ

নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক যুক্তরাষ্ট্র প্রবসাী সাংবাদিক রুদ্র মাসুদের পিতা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজীর আহম্মদের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার ।
এ উপলক্ষ্যে পরিবারের পক্ষ থেকে মরহুমের বাড়ি বেগমগঞ্জ উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের মীরআলীপুর গ্রামে মসজিদে বাদ জুমা মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। পাশাপাশি মরহুমের সকল সহযোদ্ধা ও শুভানুধ্যায়ী সকলের কাছে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া চেয়েছেন তাঁর পরিবার।
প্রসঙ্গত, মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ এবং স্বাধীনতা পরবর্তীকালে জাসদ রাজনীতির সাথে যুক্ত হন ইঞ্জিনিয়ার নজীর আহম্মদ। জাসদের গণবাহিনীর একজন সদস্য ছিলেন তিনি। ১৯৭৫ সালের ১০ জুলাই বেগমগঞ্জ উপজেলার কেন্দুরবাগে রক্ষীবাহিনী তাঁকে গুলি করে হত্যা করে।
আপনার মতামত লিখুন