বনানীতে বৃক্ষরোপন কর্মসূচি, সহায়তা দিল বনানী সোসাইটি ও পুলিশ

বনানী ঢাকার অভিজাত এলাকার মধ্যে অন্যতম। বনানী নামকরণ করা হয়েছিল এই এলাকার গাছ গাছালীর সমারোহের জন্য। প্রত্যেক বাড়িতে ছিল বিভিন্ন জাতের বৃক্ষ। প্রায় সব বাড়ির সামনে লন ধরে ছিল বাগান আর সাথে ফলের গাছ যেমন আম, কাঠাল, কাঠবাদাম, পেয়ারা, লিচু, নারকেল গাছ। প্রতিটি রাস্তার ধারে ছিল গাছের সারি। কিন্তুু নাগরিক জীবনের সাথে তাল রাখতে গিয়ে সময়ের পরিক্রমায় কমে গেছে গাছের সংখ্যা। ফলে বনানী আর বনের ছায়া দেয় না।
সম্প্রতি বনানী রোড ১, ব্লক আই এর সব বাড়ির বাসিন্দারা মিলে নেয় বনায়নের এক যৌথ উদ্যোগ। বনানী সোসাইটির কর্মীর সহায়তায় এবং বাগানপ্রিয় সড়কের বাসিন্দারা উৎসব মুখর পরিবেশে গাছ রোপন করেন। নিজস্ব অর্থায়নে বাসিন্দারা ১১৫ গাছের চারা ও বড় গাছ রোপনের কাজ শুরু করেন ২১ অগাস্ট শুক্রবার । নির্দিষ্ট দূরত্বে এলাকার সম্মানিত বিশিষ্ট ব্যাক্তিবর্গের হাতে রোপন করা হয় এক একটি গাছ। রোপন করা বড়ো গাছের ভেতর আছে মূলত ১০টি ৭ ফুট উঁচু আমগাছ। এছাড়াও বেশ কিছু লেবু ও পেয়ারা গাছ রোপন করা হয়। এই কার্যক্রম সপ্তাহব্যাপী চলার উদ্দেশে আরো যুক্ত করা হয়েছে বিভিন্ন ফলের ১০০ ছোট চারা। সবুজায়নের সাথে সাথে ফলের গাছ রোপনের আরেক উদ্দেশ্য হলো এই ফল কারো না কারো পুষ্টি যোগাবে, সেটা যেই হোক, হোক সে পথের ছেলে বা ক্লান্ত কোনো পথিক।
গাছরোপন কর্মসূচি শুরু হয় বনানী ১ নম্বর সড়কের শেষ প্রান্তে অবস্থিত লেকের কিনার ঘেঁষে। পর্যায়ক্রমে এই চারা ১ নম্বর সড়ক, আই ব্লক এর রাস্তার দুই ধার ধরে রোপন করা হবে বনানীর সবুজ ঐতিহ্য ফিরিয়ে আনতে। এই উদ্যোগকে স্বাগত জানাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বনানী সোসাইটি এবং স্থানীয় পুলিশ প্রশাসন।
আপনার মতামত লিখুন