জাতীয়
এবারের ঈদেও বন্ধ থাকছে চিড়িয়াখানা

ফাইল ছবি
মহামারি করোনা ভাইরাসের কারণে এবারের (ঈদুল আজহা) ঈদেও বন্ধ থাকছে জাতীয় চিড়িয়াখানা। গত দুই ঈদেও বন্ধ ছিল।
এবারও বিনোদন প্রেমিদের যাওয়া হচ্ছে না চিড়িয়াখানায়।
শুক্রবার (১৬ জুলাই) বিকেল ৪টার দিকে চিড়িয়াখানার পরিচালক ডা. মো. আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘লকডাউন’ শিথিল হলেও করোনার কারণে এবারের ঈদেও বন্ধ থাকছে চিড়িয়াখানা। এখন পর্যন্ত সমস্ত বিনোদন কেন্দ্র বন্ধ আছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সব বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।
আপনার মতামত লিখুন