এসএসসি ব্যাচ ২০০৭ ও এইচএাসি ২০০৯ সুবর্ণচর এর মিলনমেলা

২০০৭ সালের এসএসসি ও এইচএসসি ২০০৯ পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে সমমনা বন্ধুদের নিয়ে গঠন করা হয়েছে ফেসবুক গ্রুপ। এ গ্রুপের বন্ধুরা ভার্চুয়ালি সবার সাথে সবাই যোগাযোগ করে থাকে।
শনিবার (১৮ ডিসেম্বর) রাতে সুবর্ণচর উপজেলার সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার হল রুমে এসএসসি ব্যাচ ২০০৭ ও এইচএসসি ব্যাচ ২০০৯ সুবর্ণচর এর উদ্যেগে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে হাঁস পার্টির আয়োজন করা হয়।
এ গ্রুপের বন্ধুদের মাঝে ভার্চুয়াল যোগাযোগ থাকলেও কর্মব্যস্ততায় সাক্ষাৎ খুব কমই হয়। আন্তরিকতা ও ভ্রাতৃত্ববোধের অংশ হিসাবে “এসএসসি ব্যাচ ২০০৭ ও এইচএসসি ২০০৯ সুবর্ণচর” এক ছাতার নীচে নিয়ে আসার জন্য এ হাঁস পার্টি।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আমরা সবাই একে অপরের বিপদ-আপদে; সাহায্য-সহযোগীতায় এগিয়ে আসবো। “এসএসসি ব্যাচ ২০০৭ ও এইচএসসি ২০০৯ সুবর্ণচর”র বন্ধুরা আরো জানান, বন্ধুরা যে কে কোথায় হারিয়ে গেছে ঠিক মনে নাই, জানা নেই। কে চায় না তার হারিয়ে যাওয়া বন্ধুকে খুঁজে পেতে। এই গ্রুপটা হবে হারিয়ে যাওয়া বন্ধুদের খুজে পাওয়ার একটা প্লাটফর্ম।
আপনার মতামত লিখুন