রোববার, ২৮ এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
জাতীয়

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আরও দুটি জেব্রা অসুস্থ

নিজস্ব প্রতিবেদক
২৯ জানুয়ারি ২০২২

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আরও দুটি জেব্রা অসুস্থ পড়েছে।  

শনিবার পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার দীপংকর বর প্রেরিত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চলতি মাসে সাফারি পার্কে ৯ জেব্রার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং করণীয় নির্ধারণ করতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ৫ সদস্য বিশিষ্ট কমিটি করে। এর মধ্যেই দুটি জেব্রা অসুস্থ হয়ে পড়ল।

এদিকে জেব্রাগুলোর মৃত্যু প্রতিরোধে জরুরি চিকিৎসা দেওয়া এবং এ ধরনের অসুস্থতার কারণ উদঘাটনে গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা সাফারি পার্কে এক জরুরি সভায় মিলিত হয়েছেন। শনিবার দুপুর দেড়টারদিকে এ সভা শুরু হয়।  

মেডিকেল বোর্ডের সদস্যগণ হলেন, জাতীয় চিড়িয়াখানার অবসরপ্রাপ্ত কিউরেটর ড. এবি এম শহীদুল্লাহ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এর অধ্যাপক ড. রফিকুল আলম, অধ্যাপক আবু হাদি মো. নুর আলী খান এবং সাফারি পার্কের ভেটারেনারি চিকিৎসক হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইন।

বিশেষজ্ঞ হিসেবে সভায় যোগদান করেছেন কেন্দ্রীয় ভেটারেনারি হাসপাতালের পরিচালক ড. শফিউল আহাদ সরদার (স্বপন) এবং কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. গোলাম আজম চৌধুরী (টুলু)।

যেসব দেশ ভ্রমণে নিতে হবে বুস্টার ডোজ
পর্যটনের দেশ মালদ্বীপের চেয়ে কোথায় পিছিয়ে বাংলাদেশ?

আপনার মতামত লিখুন