বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
জাতীয়

এখনো কাজ শুরু হয়নি মুজিবনগরে মুক্তিযুদ্ধ ভিত্তিক পর্যটক কেন্দ্র প্রকল্পের

নিজস্ব প্রতিবেদক
১৭ এপ্রিল ২০২২

স্বাধীনতার সুতিকাগার হিসেবে পরিচিতি রয়েছে মেহেরপুর মুজিবনগরের। যে কারণে সেখানে মুক্তিযুদ্ধ ভিত্তিক আধুনিক পর্যটন কেন্দ্র তৈরি জন্য একটি প্রকল্পে বরাদ্দ দেয়া হয়। অথচ তিন বছরেও শুরু হয়নি কাজ। যা নিয়ে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রাও।

মুজিবনগরকে আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য ২০১৯ সালে এক হাজার কোটি টাকার বরাদ্দ দেয় সরকার। কিন্তু কাজ শুরু হয়নি এখনো।

নতুন এই প্রকল্পের কাজ শুরু না হওয়ায় ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে। তবে তরুণ প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে দ্রুত কাজ শুরু করার আহ্বান জানান জনপ্রতিনিধিদের।

স্থাপত্য অধিদপ্তরের নির্বাহী সালমান বিন কামাল বলছেন নকশার কাজ শেষ করে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আরও চলতি বছরের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। 

মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ইতিহাস খ্যাত এই মুজিবনগরবে আধুনিক পর্যটন কেন্দ্রে বাস্তবায়িত করার দাবি সকলের।


রমজানে ভ্রমণে রোজার বিধান
নতুন নিয়মে অনলাইনে ট্রেনের টিকিট কাটবেন যেভাবে

আপনার মতামত লিখুন