শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
জাতীয়

বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চালু হচ্ছে ১ জুন

নিজস্ব প্রতিবেদক
১৮ মে ২০২২

দুই বছর বন্ধ থাকার পর ১ জুন থেকে চালু হচ্ছে বাংলাদেশ-ভারতের মধ্যে যাত্রীবাহী ট্রেন। করোনাভাইরাস মহামারির কারণে প্রতিবেশী দুই দেশের মধ্যে রেল চলাচলে দীর্ঘ এই ছেদ পড়েছিল।

ভারতীয় রেল‌ওয়ে ও বাংলাদেশ রেল‌ওয়ে সূত্রে নতুন এই তথ্য জানা গেছে। 

সূত্রমতে, ১ জুন থেকে যাত্রীবাহী তিনটি ট্রেন আবারও চালু হচ্ছে। এদিন ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ঞব বাংলাদেশ সফরে আসছেন। ওই সফরের সময় দুই দেশের মধ্যে মৈত্রী এক্সপ্রেস , বন্ধন এক্সপ্রেস ও নিউ জলপাইগুড়ি- ঢাকা মিতালী এক্সপ্রেস চলাচল আবার শুরু হবে।

রেলওয়ের একজন কর্মকর্তা বলেন, ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক চিঠি আসবে।

গত মার্চের মাঝামাঝিতে জানা যায়, সব ট্রেনের চলাচল পুনরায় শুরুর বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। এই বিষয়ে ভারতীয় রেল কর্তৃপক্ষ বাংলাদেশ রেলওয়েকে চিঠি দেয়।

কক্সবাজারে অপরিকল্পিত স্থাপনা নির্মাণ করবেন না : প্রধানমন্ত্রী
ঈদে মার্সেল পণ্যে ১০ লাখ টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক

আপনার মতামত লিখুন