বিমানের ঢাকা-টরন্টো ফ্লাইটে বিশেষ মূল্যছাড়

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-টরন্টো-ঢাকা রুটে বাণিজ্যিক ফ্লাইট চলাচল শুরু হবে আগামী ২৭ জুলাই। ইতোমধ্যে টিকিট বিক্রি শুরু হয়েছে, চলছে বিশেষ মূল্যছাড়।
ঢাকা-টরন্টো রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করবে বিমান। ঢাকা থেকে প্রতি বুধবার ও রোববার টরন্টোর উদ্দেশে যাত্রা করবে। একই দিন টরন্টো থেকেও ফিরতি ফ্লাইট ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে। এ রুটে বিমানের সর্বাধুনিক প্রযুক্তির ব্র্যান্ডনিউ বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ ব্যবহার হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য জানান। তিনি বলেন, টিকিটে যাত্রীদের ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে বিমান কর্তৃপক্ষ।
দেশে-বিদেশে বিমানের যেকোনো সেলস সেন্টার, বিমান অনুমোদিত যেকোনো ট্রাভেল এজেন্সি, বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট www.biman-airlines.com এবং কলসেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ থেকে এ রুটের টিকিট কেনা যাবে।
এছাড়া আনুষঙ্গিক সেবা গ্রহণ করতে পারবেন যাত্রীরা। তবে কানাডার ট্রাভেল এজেন্সি থেকে টিকিট ক্রয়ের বিষয়টি এখনও বিবেচনাধীন।
আপনার মতামত লিখুন