শুক্রবার, ০৩ মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
জাতীয়

সঙ্গেীতের সুরেলা পাখি হয়ে থাকতে চান মনিষা

নিজস্ব প্রতিবেদক
১৬ সেপ্টেম্বর ২০২৩
তাসনিম তাবাস্সুম মনিষা

তাসনিম তাবাস্সুম মনিষা

তাসনিম তাবাস্সুম মনিষা। একজন তরুণ মেধাবী কণ্ঠশিল্পী। মূলত রবীন্দ্র সঙ্গীত করেন। বিচরণ রয়েছে সঙ্গীতের অন্যান্য শাখাতেও। রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার সহযোগী সদস্য তিনি। বর্তমানে গাইছেন বিভিন্ন প্লাটফর্মে। 

জন্ম ও শৈশব:

মনিষার জন্ম ২০০০ সালের ২৯ সেপ্টেম্বর। প্রেরণাদায়ী পদ্মা পাড়ে রাজশাহী শহরের সিপাইপাড়ায় তার জন্ম। শৈশব কাটে দিনাজপুরে, বেড়ে ওঠা সেখানেই। 

শিক্ষা জীবন:

দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পাশ করেন। দিনাজপুর সঙ্গীত কলেজ থেকে করেন ইন্টারমিডিয়েট, আই মিউজিক। বর্তমানে তিনি ঢাকার আগারগাঁয়ে সরকারি সঙ্গীত কলেজে রবীন্দ্র সঙ্গীতের উপর পড়ালেখা করছেন; পড়ছেন সম্মান চতুর্থ বর্ষে। 

সঙ্গীত এবং মনিষা: 

মনিষা ছোট বেলা থেকেই গান শুনতে এবং গাইতে পছন্দ করেন। কোনো গান শূনে শুনেই তা হারমোনিয়ামে তুলে ফেলতেন। ছোট বেলা থেকেই ঝোঁক ছিল রবীন্দ্রসঙ্গীতের প্রতি। নবম শ্রেণীতে পড়াকালে ২০১৩ সালে রংপুর বিভাগীয় ‘২১শে স্বর্নপদক’ সাংষ্কৃতিক প্রতিযোগিতায় তিনি শ্রেষ্ঠ প্রতিযোগী হয়েছিলেন। বাংলাদেশ ধ্রুব পরিষদ প্রতিযোগিতায়ও তিনি প্রথম স্থান অধিকার করেন। 

মনিষা এখনো শিখছেন। তিনি যেতে চান বহুদূর। তার ইচ্ছে সঙ্গীতের ভূবনে সুরেলা পাখি হয়ে থাকবেন, বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে। 

কৌশলে মহিষের অস্বাস্থ্যকর সেদ্ধ মাংস ঢুকছে দেশে
দেশীয় পণ্য দিয়েই বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে: আইইবি

আপনার মতামত লিখুন