সোমবার, ০৬ মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ইভেন্ট

প্রথমবার বলাকা পরিদর্শনে বিমান প্রতিমন্ত্রী

 নিজস্ব প্রতিবেদক
২০ জানুয়ারি ২০১৯

বিমান বাংলাদেশ এয়ারলান্সের প্রধান কার্যালয় বলাকা পরিদর্শনে গেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

রোববার সকাল সাড়ে ১০টায় কুর্মিটোলায় বিমানের প্রধান কার্যালয় পরিদর্শনে যান তিনি। সকাল থেকেই বিমান কর্তৃপক্ষের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন বিমান প্রতিমন্ত্রী।

বিমান সূত্র জানিয়েছে, বৈঠকে প্রতিমন্ত্রী বিমানের সার্বিক উন্নয়ন বিশেষ করে গ্রাহকসেবার মানবৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করছেন। বৈঠকে বিমান কর্মকর্তাদের সমস্যার কথা শোনেন তিনি। একই সঙ্গে সেবার মান বাড়ানোর তাগিদ দেন।

বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি এএম মোসাদ্দিক আহমেদ ছাড়াও গ্রাহকসেবা পরিচালক মোমিনুল ইসলাম, মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক আশরাফুল আলম, জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ প্রমুখ উপস্থিত রয়েছেন।

বেলা ২টা পর্যন্ত প্রতিমন্ত্রী বলাকায় অবস্থান করবেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বৈঠক চলছে বলে জানা গেছে।

উল্লেখ্য, প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর বলাকায় এটাই তার প্রথম সফর।

ডলফিনের মেলায়
বিশ্বের নিরাপদ এয়ারলাইনসের তালিকায় বিমান বাংলাদেশ

আপনার মতামত লিখুন