শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ইভেন্ট

আন্তর্জাতিক টুরিজম কংগ্রেস উপলক্ষে জাতীয় কমিটি

নিজস্ব প্রতিবেদক
০৫ জুলাই ২০২০

সম্মিলিত পর্যটন জোটের উদ্যোগে আগামী বছরের ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক টুরিজম কংগ্রেস এর জন্য প্রাথমিক জাতীয় কমিটি গঠন করা হয়েছে।

কমিটির মুখ্য সমন্বয়কারী হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. সুফি মোস্তাফিজুর রহমান।

জাতীয় সমন্বয়কারীবৃন্দ হলেন:

ক) কনফারেন্স সমন্বয়কারী: প্রফেসর ড. শাহনাজ হুসনে জাহান, পরিচালক, প্রত্নতত্ত্ব গবেষণা কেন্দ্র, ইউল্যাব।

খ) স্ট্রিয়ারিং কমিটি সমন্বয়কারী: জনাব নিবাস চন্দ্র মাঝি, সাবেক ডিআইজি, বাংলাদেশ পুলিশ।

গ) অর্থ সমন্বয়কারী: জনাব জয়িতা শেখ, সহ-সভাপতি, বাংলাদেশ টু্রিজম ফাউন্ডেশন।

ঘ) ইভেন্ট সমন্বয়কারী: জনাব শহিদুল ইসলাম সাগর, চেয়ারম্যান, বাংলাদেশ টু্রিজম এক্সপ্লোরার্স এসোসিয়েশন (বিটিইএ)।

স্টিয়ারিং কমিটি:

ক) আবাসন: কাজী রহিম শাহরিয়ার, সভাপতি, বাংলাদেশ টু্রিজম এন্ড এভিয়েশন মিডিয়া ফোরাম।

খ) খাবার ও পানীয়: জনাব জাহিদুর রহমান শাওন, ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ টু্রিজম এক্সপ্লোরার্স এসোসিয়েশন।

গ) প্রকাশনা: জনাব মাসুদুল হাসান জায়েদী, ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ টু্রিজম এক্সপ্লোরার্স এসোসিয়েশন।

ঘ) যানবাহন: জনাব কিশোর রায়হান, পরিচালক, বাংলাদেশ টু্রিজম এক্সপ্লোরার্স এসোসিয়েশন।

ঙ) সংস্কৃতি: জনাব কামরুল বাশার, পরিচালক, বাংলাদেশ টু্রিজম এক্সপ্লোরার্স এসোসিয়েশন।

স্ট্রিয়ারিং কমিটি কাজের উপর ভিত্তি করে বাড়তে থাকবে।

পরামর্শক কমিটি:

ক) প্রফেসর. ড. মো. এনায়েত হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়।

খ) প্রফেসর ড. মো. মাহবুবুল আরফিন, ইসলামী বিশ্ববিদ্যালয়।

গ) প্রফেসর ড. মো. আবুল কাশেম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়।

ঘ) প্রফেসর মো. আবদুল হামিদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

কংগ্রেসের ফোকাল পয়েন্ট: মোখলেছুর রহমান, আহবায়ক, সম্মিলিত পর্যটন জোট।

উল্লেখ্য যে, Peace through Tourism মতবাদের জনক, Institute for Peace through Tourism (IIPT)-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং জাম্বিয়ার একটি পর্যটন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পর্যটনের জীবন্ত কিংবদন্তি ড. লুইস ডা'মোরি এই কংগ্রেসে যোগ দিবেন।

করোনার ভ্যাকসিন ও গ্লোবের প্রয়াস
‘আইজিপিকেও পরোয়া করি না, পারলে মন্ত্রীকে দিয়ে বদলি করেন’

আপনার মতামত লিখুন