শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
ইভেন্ট

ব্র্যান্ডিং বান্দরবানের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
০৯ জানুয়ারি ২০২২
ব্র্যান্ডিং বান্দরবানের উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম।

ব্র্যান্ডিং বান্দরবানের উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম।

বান্দরবানে জেলা প্রশাসন পরিচালিত পর্যটনকেন্দ্র নীলাচলে ব্র্যান্ডিং বান্দরবান নামে একটি স্টলের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৯ জানুয়ারি) দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ব্র্যান্ডিং বান্দরবানের উদ্বোধন করেন।

নতুন এই ব্র্যান্ডিং বান্দরবান স্টলে বান্দরবানের ১২টি জাতি গোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতির পাশাপাশি জীবনধারনে ব্যবহারযোগ্য বিভিন্ন আসবাবপত্র সংরক্ষণ এবং বিক্রি করা হবে।

পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম জেলা প্রশাসন পরিচালিত মেঘলা পর্যটন কেন্দ্রে মাতৃছায়া নামে নারীদের জন্য একটি বেস্ট ফিডিং কর্নার ও নামাজের স্থানের উদ্বোধন করেন।

এ সময় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি,অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটিসহ বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বছর ৪৫০০ কোটি টাকার পণ্য বিক্রির টার্গেট ওয়ালটন প্লাজার
সাইকেলে সারাদেশ ঘুরে ঢাবি ছাত্রের নজর এখন দক্ষিণ এশিয়ায়

আপনার মতামত লিখুন