বিডি ইনবাউন্ডের সভাপতি পুনর্নির্বাচিত রেজাউল

রেজাউল একরাম
ভ্রমণ ও পর্যটন খাতের সংগঠন বাংলাদেশ ইনবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশনের (বিডি ইনবাউন্ড) ২০২১-২০২৩ মেয়াদের জন্য সভাপতি পুনর্নির্বাচিত হয়েছেন রেজাউল একরাম।
এছাড়া মো. জালাল উদ্দিন টিপু সিনিয়র সহ-সভাপতি ও বেগম আজিজা সালিম সভাপতি নির্বাচিত হয়েছেন।
রবিবার (৯ জানুয়ারি) পরিচালনা পরিষদের সভা সংস্থাটির কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। এতে রেজাউল একরাম সভার সভাপতিত্ব করেন।
সভায় সংস্থার বার্ষিক কার্য, আর্থিক ও অডিট প্রতিবেদন এবং অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়। পরে নবনির্বাচিত প্রার্থীদের নিয়ে দুই বছরের (২০২১-২০২৩) জন্য ১১ সদস্যের নতুন পরিচালনা পরিষদ ঘোষণা হয়।
এছাড়া মো. আসাদুজ্জামান খান ডিরেক্টর ফাইন্যান্স, সৈয়দ আহমেদ আলী ডিরেক্টর ইভেন্টস অ্যান্ড কালচার, মো. ময়েনুল আহসান ডিরেক্টর অর্গানাইজেশন অ্যান্ড মেম্বারশিপ, মো. আব্দুর রাজ্জাক ডিরেক্টর লিগ্যাল অ্যান্ড মিডিয়েশন, মো. ধুসর আহমেদ ডিরেক্টর ট্রেনিং অ্যান্ড রিসার্চ, মো. জহিরুল কবির চৌধুরী ডিরেক্টর ল রিফরম অ্যান্ড পলিসি রিকমেন্ডেশন, মো. আর এইচ এম ইমরান চৌধুরী ডিরেক্টর প্রিন্টিং পাবলিকেশন অ্যান্ড মিডিয়া, মো. সুমন কাজী ডিরেক্টর ট্রেড প্রমোশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট হিসেবে নির্বাচিত হন। ১১ সদস্যের পরিচালনা পরিষদ আগামী সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবে।
আপনার মতামত লিখুন