বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ইভেন্ট

বীরাঙ্গনা সখিনার সমাধি ঘিরে হবে পর্যটন কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক
২৩ জানুয়ারি ২০২২

বীরাঙ্গনা সখিনার সমাধিস্থলকে ঘিরে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী একেএম খালিদ বাবু।

তিনি বলেন, কিল্লাতাজপুরে বীরাঙ্গনা সখিনার সমাধীস্থল।

এ এলাকাটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে। আগামী কিছুদিনের মধ‍্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি দল এ সমাধিস্থল পরির্দশন করবে।  

শনিবার (২২ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা এলাকার বীরাঙ্গনা সখিনার সমাধি পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা স্থানীয় সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কদ্দুস, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. সামীউল আলম লিটন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফসহ অনেকে।  

বিশ্ব পর্যটন এ বছরও স্বাভাবিক হবে না
হোটেল-পর্যটন নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ পেলেন নোবিপ্রবি শিক্ষার্থীরা

আপনার মতামত লিখুন