শুক্রবার, ০৩ মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ইভেন্ট

ওয়ালটন কাপ বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপ সেপ্টেম্বরে

অনলাইন ডেস্ক
২৭ আগস্ট ২০২২

ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী মাসে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন কাপ ওপেন বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপ-২০২২।’

পুরুষদের দুটি ও মেয়েদের একটি ইভেন্টে তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতা ২০ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।

এ বিষয়ে বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাবেক মিস্টার বাংলাদেশ মো. নজরুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, ‘ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় আমরা সেপ্টেম্বরে আয়োজন করবো ওয়ালটন কাপ ওপেন বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপ। যেখানে দেশের সবাই অংশ নিতে পারবে। প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে পুরুষদের দুটি ও নারীদের একটিসহ মোট তিনটি ইভেন্টে। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, রানারআপ ও তৃতীয় স্থান অধিকারকারীদের পুরস্কৃত করার চেষ্টা করবো। ওয়ালটন গ্রুপ সব সময় আমাদের পাশে থাকায় তাদের ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ওয়ালটন গ্রুপ আমাদের পাশে না থাকলে এই ধরনের প্রতিযোগিতা চালিয়ে নেওয়া সম্ভব হতো না।’

পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস, মার্কেটিং) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) প্রতিযোগিতার বিষয়ে বলেন, ‘বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের সঙ্গে বরাবরই আমরা ওয়ালটন গ্রুপ সম্পৃক্ত হচ্ছি। এর আগে মার্সেলের ব্যানারে অনুষ্ঠিত হয়েছে ছয়টি মার্সেল কাপ শরীরগঠন প্রতিযোগিতা। এবার আমরা ওয়ালটনের ব্যানারে সপ্তমবারের মতো এই প্রতিযোগিতা আয়োজন করবো।’

এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার থাকবে এটিএন বাংলা, এটিএন নিউজ ও আরটিভি। অনলাইন পার্টনার থাকবে রাইজিংবিডি.কম।

পর্যটকদের জন্য সুন্দরবন উন্মুক্ত হচ্ছে ১ সেপ্টেম্বর
কুয়াকাটা সৈকত এখন পর্যটকদের আতঙ্ক

আপনার মতামত লিখুন