শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
ঘুরে আসি

বন্যার পর নতুন রূপে সেজেছে সিলেটের পর্যটন কেন্দ্রগুলো

নিজস্ব প্রতিবেদক
১৩ জুলাই ২০২২

পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যার পর আবারও নতুন রূপে সেজেছে জাফলংসহ সিলেটের পর্যটন কেন্দ্রগুলো। মেঘালয় পাহাড়ের কোল ঘেষে সাদা পাথর পর্যটন কেন্দ্র। উপরে সারি সারি সবুজ পাহাড় আর মেঘেদের কোলাকুলি। নীচে বয়ে চলা স্বচ্ছ জলের ধারায় বিছানো সাদা পাথর।

সবশেষ পাহাড়ি ঢলে প্রকৃতি যেনো আরও নতুন রূপে সাজিয়েছে এ স্থানটিকে। যারা আসছেন তারা মুগ্ধ হচ্ছেন।

একই অবস্থা জাফলং এর। এবারের ঢলে বেড়েছে পাথর। স্বচ্ছ জলে গা ভেজানো যাদের ইচ্ছা তাদের জন্যই যেন অপেক্ষায় এই প্রকৃতি কন্যা।

তবে পর্যটন কেন্দ্রগুলোর সৌন্দর্য বাড়লেও হোটেল মোটেল আর রিসোর্টগুলোতে নেই আগের সেই আমেজ। এবার যেন একটু খরা চলছে পর্যটন ব্যবসায়। বন্যার কারণে হোটেল-মোটেলগুলোতে তেমন বুকিং না থাকায় লোকসানের শঙ্কায় পর্যটন ব্যবসায়ীরা।

জাফলং গ্রীন রিসোর্টের চেয়ারম্যান বাবলু বক্স বলেন, আগের তুলনায় পরিবেশ খুবই ভালো। এখানে আসলে দুইটা জায়গা আপনারা উপভোগ করতে পারবেন-একটা হলো মায়াবী ঝর্ণা আর অন্যটা হলো সাদাকালো পাথরের জিরো পয়েন্ট।

পর্যটন সংশ্লিষ্টরা মনে করছেন, দ্রুত এ অবস্থার পরিবর্তন হবে; দেশি বিদেশী পর্যটকে আবারও মুখর হয়ে উঠবে সিলেট।

পদ্মা সেতু ভ্রমণে পর্যটনের ৯৯৯ টাকার প্যাকেজ
সাংস্কৃতিক বৈচিত্র্যে পর্যটন

আপনার মতামত লিখুন