ঐতিহ্য
সাভারের সব বিনোদন পার্ক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান এক জরূরী বিজ্ঞপ্তি ঘোষণা করে সাভার উপজেলা এলাকায় অবস্থিত সকল ব্যক্তি মালিকানাধীন সকল পর্যটন কেন্দ্র, বিনোদন কেন্দ্র(পার্ক), কমিউনিটি সেন্টার এবং দর্শনীয় স্থান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেছে।
বুধবার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের উদ্দেশ্যে এ বিজ্ঞপ্তি জারি করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা।
আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডম, বারইপাড়া এলাকার নন্দন পার্ক সহসাভারের সকল বিনোদন কেন্দ্র তাই পরবর্তী নির্দেশনা আসার আগ পর্যন্ত বন্ধ থাকবে।
অন্যদিকে আশুলিয়ায় অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ ২৬ মার্চ স্বাধীনতা দিবসের প্রস্তুতিকে কেন্দ্র করে বন্ধ রয়েছে।
আপনার মতামত লিখুন