ঐতিহ্য
করোনা: টাঙ্গাইলের ২০১ গম্বুজ মসজিদে জুমার নামাজ বন্ধ

করোনা সতর্কতায় টাঙ্গাইলের গোপালপুরে ২০১ গম্বুজ মসজিদে জুমার নামাজ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
রোগের সংক্রমণ ঠেকাতে সতর্কতার অংশ হিসেবে বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে জরুরি বৈঠকে বসে মসজিদ কমিটি। জনসমাগম ঠেকাতে শুক্রবার জুমার নামাজ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে বিষয়টি এলাকাবাসী, পুলিশ ও উপজেলা প্রশাসনকেও জানায় কমিটি।
প্রতি শুক্রবার জুমার নামাজে মসজিদটিতে ২০ থেকে ২৫ হাজার মুসল্লির সমাগম ঘটে। এছাড়াও প্রতিদিন মসজিদটির নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে দেশ-বিদেশের হাজারো দর্শনার্থীর সমাগম ঘটে।
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার পাথালিয়া এলাকায় ২০১৩ সালে ১২ বিঘা জমির ওপর ২০১ গম্বুজ বিশিষ্ট মসজিদটি নির্মাণ করা হয়।
আপনার মতামত লিখুন