তাজমহলে সান্ধ্য ভ্রমণ ট্রাম্প দম্পতির

প্রথম সফরে ভারত এসেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প ছুটে গিয়েছিলেন প্রেমের সৌধ তাজমহল দেখতে। সোমবার বিকেল ৫টা নাগাদ আহমেদাবাদ থেকে তারা সোজা চলে যান আগ্রায়। তাজমহল পরিদর্শনে দেখা গেছে, ট্রাম্প দম্পতি হাত ধরাধরি করে ঘুরছেন। একজন গাইড বুঝিয়ে দিচ্ছেন সবকিছু। ট্রাম্প দম্পতির পাশাপাশি কন্যা ইভাঙ্কাও স্বামী সহ তাজমহল ঘুরে দেখেছেন। তাজমহলের প্রেক্ষাপটে সূর্যাস্ত দেখার ব্যাপারে আগ্রহী ছিলেন মেলানিয়া। আগেই সেকথা মিডিয়া সূত্রে জানা গিয়েছিল। ডনাল্ড ও মেলানিয়া প্রেমের সৌধে দাঁড়িয়ে ছবি তুলেছেন।
ফটোশুটে দুজনই অংশ নিয়েছিলেন। তাজমহল থেকে মুগ্ধ ট্রাম্প দম্পতি ভিজিটরস বুকে মন্তব্য লিখেছেন, সৌন্দর্যের কালজয়ী নিদর্শন। যদিও মন্তব্যটি ডনাল্ডই লিখেছেন। তবে নিচে তার পাশাপাশি সই করেছেন মেলানিয়াও। সন্ধ্যার পর পরই দুজনে দিল্লি চলে যান। এখানেই রাত্রিবাস। মঙ্গলবার সারাদিন রয়েছে সরকারি নানা অনুষ্ঠান। এদিন রাতেই তারা ফিরে যাবেন ওয়াশিংটনে।
আপনার মতামত লিখুন