বুধবার, ০১ মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সীমানার ওপারে

যুক্তরাষ্ট্রের পর্যটকদের জন্য ফিলিপাইনের ভ্রমণ নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক
০১ জানুয়ারি ২০২১

ফ্লোরিডায় করোনার নতুন স্ট্রেইন শনাক্ত হওয়ায় যুক্তরাষ্ট্রের পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করছে ফিলিপাইন। আগামী তিন জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের একজন মুখপাত্র।

আজ শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বিষয়টি জানায়।প্রেসিডেন্টের মুখপাত্র হ্যারি রোক বলেন, ‘আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত এই ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল থাকবে। ফিলিপাইনে আসার ১৪ দিনের মধ্যে যারা যুক্তরাষ্ট্রে গেছেন তাদের জন্যও এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।’

এর আগে, গত মঙ্গলবার ম্যানিলার ভ্রমণ নিষেধাজ্ঞা ঘোষণা করে। নতুন করে যুক্তরাষ্ট্রের পর্যটকদের নিষেধাজ্ঞা দেওয়ায় তা আরও বাড়ল। প্রাথমিকভাবে ১৯টি দেশ ও অঞ্চলের যাত্রীরা ম্যানিলার ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় পড়ে। গত ২৯ ডিসেম্বর রাত থেকে ওই নিষেধাজ্ঞা কার্যকর হয়।

পার্বত্য অঞ্চলের প্রথম স্থলবন্দর
সেন্টমার্টিন ভ্রমণে নতুন বিধি-নিষেধ

আপনার মতামত লিখুন