শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সীমানার ওপারে

যাত্রীদের জন্য মার্চেই আসছে কোভিড ট্রাভেল পাস

অনলাইন ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২১

করোনা মহামারির মধ্যে প্রতিটি যাত্রীদের জন্য আন্তর্জাতিক ভ্রমণ নিরাপদ ও আরামদায়ক করতে মার্চ মাসের শেষ সপ্তাহে কোভিড-১৯ ট্র্যাভেল পাস চালু করতে যাচ্ছে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (আইএটিএ)। এই কোভিড পাস করোনা পরীক্ষার ফলাফল এবং ভ্যাকসিন সনদকে একটি ডিজিটাল নিয়মে যুক্ত করবে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিটি দেশেরই তাদের নাগরিকদের ডিজিটাল ভ্যাকসিন সার্টিফিকেট প্রদান শুরু করা জরুরি যা ভ্রমণ পাসের জন্য ব্যবহার করা যায়।

করোনা ভাইরাস মহামারির কারণে সারা বিশ্বের বিভিন্ন দেশ এখনো ভ্রমণের নিষেধাজ্ঞা বহাল রেখেছে। বেশকিছু দেশ সীমিত পরিসরে আকাশপথে যোগাযোগ শুরু করলেও থাকছে বিভিন্ন বিধিনিষেধ ও কড়াকড়ি। ফলে চাইলেই এক দেশের নাগরিক অন্য দেশ ভ্রমণ করতে পারছেন না। এতে ক্ষতির মুখে পড়েছে সারা বিশ্বের এয়ারলাইন্সগুলো।

‘স্বল্প খরচে’ সুন্দরবন ভ্রমণে পর্যটন লঞ্চ উদ্বোধন
‘করোনায় বিশ্বব্যাপী সবচেয়ে ক্ষতিগ্রস্ত খাত বিমান ও পর্যটন’

আপনার মতামত লিখুন