বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সীমানার ওপারে

ব্রাজিলে পর্যটন স্পটে পাহাড়ধস, মৃত ৫

ডেস্ক রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২২

ব্রাজিলের ক্যাপিটোলিও অঞ্চলের পর্যটন স্পট ফার্নাস লেকে ভয়াবহ এক দুর্ঘটনা ঘটে গেছে। সেখানে লেকের পাশে সুউচ্চ পাহাড়ি ঢাল। তা বেয়ে নামছে ঝরনা। লেকের পানিতে বোটে করে আনন্দ করছিলেন বেশ কিছু পর্যটক। কিন্তু আকস্মিকভাবে ওই পাহাড়ের একাংশ ভেঙে পড়ে কমপক্ষে ৩টি বোটের ওপর। এতে কমপক্ষে ৫ জন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন ২০ জন। মিনাস গেরাইস ফায়ারফাইটার্সের কমান্ডার কর্নেল এডগার্ড এস্তেভো দা সিলভা বলেছেন, নিশ্চিত ৫ জন মারা গেছেন।

নিখোঁজ আছেন ২০ জন। আহত হয়েছেন ৩২ জন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

শনিবার স্থানীয় সময় মধ্যদুপুরে ওই লেকের পাড়ের একটি পাথরময় পাহাড়ি অংশ আলাদা হয়ে যায়। প্রথমে ঝুর ঝুর করে তা থেকে মাটি পড়তে থাকে নিচে। তার সামান্য পরেই বিশাল একটি অংশ ভেঙে পড়ে পর্যটকদের ওপর। ফার্নাস লেকের পানি দেখতে সবুজ। পাহাড় ঘের, গুহা এবং জলপ্রপাত একে দিয়েছে দর্শনীয় রূপ। তাই ছুটির দিনে পর্যটকরা ছুটে যান সেখানে প্রকৃতির রূপ অবলোকন করতে। কিন্তু শনিবার তাদের সেই আনন্দ বেদনায় রূপ নেবে, তা কে জানতো! পাহাড় ধসের ওই দৃশ্য অন্য বোট থেকে ধারণ করা হয়েছে। এ সময় ওই ভিডিওতে পর্যটকদের চিৎকার শোনা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা আরেকটি ভিডিওতে দেখা যায়, পাহাড়টি ধসে পড়ার মিনিটখানেক আগে কয়েকজন সতর্ক করছেন এই বলে যে, পাথর ভেঙে পড়ছে। এ সময় অন্য বোটগুলোকেও এর কাছ থেকে সরে যেতে বলা হয়।

ডুবো চরে পর্যটক হারাচ্ছে ‘সাদাপাথর’
করোনার তৃতীয় ঢেউ: দিশেহারা পশ্চিমবঙ্গের পর্যটন

আপনার মতামত লিখুন