বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সীমানার ওপারে

টুরিস্টদের জন্য উম্মুক্ত হচ্ছে নিউজিল্যান্ড

ডেস্ক রিপোর্ট
১৬ মার্চ ২০২২

দুই বছর বন্ধ রাখার পর টুরিস্টদের ভ্রমণের অনুমতি দিতে যাচ্ছে নিউজিল্যান্ড। বিবিসি তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ভ্যাকসিন নেওয়া আছে শুধুমাত্র এমন ভ্রমণকারীরাই দেশটিতে ভ্রমণের অনুমতি পাবেন। তবে ভ্রমণের সময় সঙ্গে রাখতে হবে করোনা নেগেটিভ সনদপত্র।

দেশটির প্রধানমন্ত্রী বুধবার এক বিবৃতিতে জানিয়েছেন: বর্তমানে নিউজিল্যান্ডের নাগরিকরা অন্য দেশে যেতে এবং অন্য দেশ থেকে প্রবেশের অনুমতি পাচ্ছেন। নিউজিল্যান্ড বিশ্বকে স্বাগত জানাতে প্রস্তুত।

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারি ছড়িয়ে পড়তে শুরুর পর ২০২০ সালের মার্চ থেকে নিজেদের সীমান্ত বন্ধ করে দেয় নিউজিল্যান্ড। তারপর থেকে সীমান্তে কঠোর বিধিনিষেধ জারি ছিল। যদিও এ সময়ের মধ্যে সীমিত আকারে অস্ট্রেলিয়ার সঙ্গে ট্রাভেল বাবল চালু হয়।

নিউজিল্যান্ড এখন পর্যন্ত তার ৯৫ শতাংশ নাগরিককে ভ্যাকসিনের আওতায় নিয়ে এসেছে। করোনায় দেশটিতে মৃত্যু হয়েছে ১১৫ জনের। যদিও এখন পর্যন্ত গণসমাবেশ নিষিদ্ধ রয়েছে। কিন্তু করোনা মোকাবেলায় নিউজিল্যান্ড যে সফলতা দেখিয়েছে তা বিশ্বের কাছে মডেল।

চালু হচ্ছে বাংলাদেশ-ভারতের যাত্রীবাহী ট্রেন
৩ দিনের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ভিড়

আপনার মতামত লিখুন