শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ | ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সীমানার ওপারে

ভারতীয়দের জন্য পর্যটন ভিসা চালু করল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
২৪ মার্চ ২০২২

ভারতীয় নাগরিকদের জন্য পর্যটন ভিসা চালু করেছে বাংলাদেশ। বুধবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের নির্দেশনায় এ খবর আসে।

এতে বলা হয়েছে, বাংলাদেশে আসতে গেলে ভিসা আবেদনকারীকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত টিকার দুই ডোজ অবশ্যই নিতে হবে।

তবে ভারতীয় নাগরিকরা বিমান, নৌ নাকি স্থলপথে বাংলাদেশে আসতে পারবেন, এ বিষয়ে সুরক্ষা সেবা বিভাগের নোটিশে কিছু বলা হয়নি।

এর আগে গত বছর নভেম্বরে নানা শর্ত আরোপ করে বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যটন ভিসা চালু করে ভারত। শুধুমাত্র বিমান পথে যোগাযোগ চালু রেখে ৩০ দিনের জন্য সিঙ্গেল এন্ট্রি ভিসা দিচ্ছিল ভারত।

পরে করোনা সংক্রমণ কমে আসার প্রেক্ষাপটে সড়ক ও রেলপথেও পর্যটকদের ভারত ভ্রমণের সুুযোগ করে দেয় ভারত।

দেশের প্রথম ৫.৫ স্টার রেটিং ওয়ালটন এসি এখন বাজারে, ঘণ্টায় বিদ্যুৎ খরচ ২.১৯ টাকা
৫০ বছরের ভাঙন এলাকা এখন পর্যটন কেন্দ্র

আপনার মতামত লিখুন