শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
লাইফস্টাইল

ভারত ভ্রমণে শীর্ষে বাংলাদেশিরা

১৫ মাসে প্রায় ২৯ লাখ বাংলাদেশি ভারতে ভ্রমণ করে

অনলাইন ডেস্ক
১৫ অক্টোবর ২০১৯

ভারত সরকার ভিসা-প্রক্রিয়া সহজ করার পর থেকেই সে দেশে বাংলাদেশিদের ভ্রমণ দ্রুত বাড়ছে। সম্প্রতি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালের শুরু থেকে পরবর্তী ১৫ মাসে ২৮ লাখ ৭৬ হাজার বাংলাদেশি ভারতে ভ্রমণ করেছে। একই সময়ে দেশটিতে ভ্রমণ করেছে প্রায় ১০ লাখ আমেরিকান। ফলে ভারতে ভ্রমণে বিশ্বের দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশিরা। দ্বিতীয় অবস্থানে আমেরিকানরা।

প্রতিবেদনে আরো বলা হয়, ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে ২০১৯ সালের ৩১ মার্চ পর্যন্ত মোট এক কোটি ৩৭ লাখ ৩০ হাজার ২৮২ জন বিদেশি ভারত ভ্রমণ করেছে। এর মধ্যে বাংলাদেশি ২৮ লাখ ৭৬ হাজার। যুক্তরাষ্ট্রের ভ্রমণকারী ১৮ লাখ ৬৩ হাজার, যুক্তরাজ্যের ১৩ লাখ ৬৯ হাজার, কানাডার চার লাখ ৭৮ হাজার, শ্রীলঙ্কার চার লাখ ৫১ হাজার, অস্ট্রেলিয়ার চার লাখ ৪৪ হাজার, মালয়েশিয়ার চার লাখ ১১ হাজার, রাশিয়ার তিন লাখ ৭৭ হাজার, চীনের তিন লাখ ৭৫ হাজার এবং জার্মানির তিন লাখ ৬০ হাজার। ভারতে মোট বিদেশি পর্যটকের ৬৫.৬১ শতাংশ এসেছে এ ১০টি দেশ থেকে।

জানানো হয়, ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে ২০১৯ সালের ৩১ মার্চ পর্যন্ত ভারত মোট এক হাজার ৯৮২ জন বিদেশি নাগরিককে বিতাড়িত করেছে।

এ তালিকায় বাংলাদেশিরাই দ্বিতীয় সর্বোচ্চ ৪৯১ জন। সবচেয়ে বেশি নাইজেরিয়ার ৮৪৭ জন নাগরিককে বিতাড়িত করা হয়।

ভারত সম্প্রতি ভিসা-প্রক্রিয়া সহজ করায় আগের তুলনায় অনেক বেশি বাংলাদেশি দেশটি ভ্রমণ করছে। মূলত চিকিৎসাসেবা ও ব্যবসা-বাণিজ্যের কাজেই দেশটিতে বাংলাদেশিরা ভ্রমণ করছে। এ ছাড়া পড়াশোনা, বন্ধু বা আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করাসহ ভ্রমণের সব ক্যাটাগরিতেই ভারতে বাংলাদেশিদের যাতায়াত বাড়ছে। এর মধ্যে সব থেকে বেশি যাচ্ছে ‘ভিজিটিং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি’ ক্যাটাগরির বাংলাদেশিরা।

মহাকাশ ভ্রমণ করে ফিরলেন কোরআন সঙ্গে নেওয়া আরব যুবক
বিশ্বের সব দেশ ভ্রমণ করলেন কৃষ্ণাঙ্গ ভ্রমণকারী জেসিকা নাবনগো

আপনার মতামত লিখুন