লাইফস্টাইল
বিকন একডেমির রান্নার প্রতিযোগিতা ও বনভোজন অনুষ্ঠিত

কালিনারি বা রন্ধন প্রশিক্ষণ ইন্সটিটিউট বিকন একডেমি বাংলাদেশ গত ২৭ ডিসেম্বর ছাত্রছাত্রীদের নিয়ে রাজধানীর পূর্বাচল ছুটি রিসোর্টে বার্ষিক বনভোজন এবং রান্নার প্রতিযোগিতার আয়োজন করে। আন্তর্জাতিক স্বনামধন্য শেফ টনি খান ও শেফ কেকা ফেরদৌসীসহ দেশের খ্যাতনামা পাঁচ তারকা হোটেলের অনেক সিনিয়র শেফের অংশ গ্রহনে আনন্দঘন দিন উদযাপন হয়। দেশের বেকার সমস্যা সমাধানে বিকন একাডেমি বাংলাদেশ হোটেল ম্যানেজমেন্ট বিষয়ক নানামুখী প্রশিক্ষণ দিয়ে আসছে৷
রন্ধনসংক্রান্ত প্রশিক্ষণ নিয়ে দেশ-বিদেশে ক্যারিয়ার গড়ার নতুন সম্ভাবনা তৈরি করেছে ইন্সটিটিউট বিকন একডেমি বাংলাদেশ। রাজধানীর গুলশানে অবস্থিত প্রতিষ্ঠানটি ইতোমধ্যে রান্না বিষয়ক প্রশিক্ষণ দিয়ে ব্যাপক খ্যাতি অর্জন এবং পুরস্কৃত হয়েছে।
আপনার মতামত লিখুন