বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
মতামত

ঘুরে দাঁড়াক পর্যটন শিল্প

অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া
২৮ আগস্ট ২০২১
অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া

অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া

করোনা মহামারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটন শিল্প। এ শিল্পের সঙ্গে জড়িত সব উদ্যোক্তা ও ব্যবসায়ী কঠিন সময়ের মধ্য দিয়ে গেছেন। এ সময়ে বাংলাদেশ সরকারের পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার এ সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে ৫০ শতাংশ আসন ব্যবহারের শর্ত। পর্যটক যেন স্বাস্থ্যবিধি মেনে চলেন সে বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে। অধিক মুনাফার আশায় যেন আবার আমরা পর্যটনকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে না ঠেলে দেই। পর্যটক এবং এ সংশ্নিষ্ট ব্যবসায়ী উভয়কেই দায়িত্বশীল আচরণ করতে হবে। তাহলেই পর্যটন আবার ঘুরে দাঁড়াতে পারবে। করোনা আতঙ্কে দীর্ঘদিন ঘরবন্দি থাকার ফলে এক ধরনের অবসাদ মানুষকে ঘিরে ধরেছে। বিশেষ করে শিশুরা ঘরবন্দি থেকে অনেকটা বিমর্ষ। এর থেকে মুক্তি পেতে মানুষ ছুটছে সমুদ্র কিংবা পাহাড়ঘেরা প্রকৃতির কাছে। বিভিন্ন বিপর্যয়ের সময়ে দেখা যায় বিভিন্ন শিল্পের সঙ্গে জড়িতদের আর্থিক সহায়তা বা প্রণোদনা দেওয়া হয়। কিন্তু এই প্রথম পর্যটন শিল্পের সঙ্গে জড়িতদের করোনা মহামারির ক্ষতি পুষিয়ে ওঠার জন্য স্বল্প সুদে ঋণ দেওয়া হয়েছে। পর্যটন কেন্দ্র খুলে দেওয়া ও স্বল্প সুদে ঋণ সহায়তার ফলে বর্তমানের ক্ষতি কাটিয়ে ওঠা সহায়ক হবে।

লেখক: সাধারণ সম্পাদক, ট্রিয়াব

সাবেক চেয়ারম্যান, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়

পর্যটন করপোরেশনে চাকরির সুযোগ
জেগে উঠছে পর্যটন

আপনার মতামত লিখুন