শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
গাঁও গেরাম

পর্যটকদের জন্য ভাড়ায় পাবেন বাইক

অনলাইন ডেস্ক
০৯ মার্চ ২০২১

ভ্রমণে বাড়তি আনন্দ দিতে কক্সবাজারে যাত্রা করেছে বিবাইক। এখান থেকে পর্যটকরা ভাড়ায় নিতে পারবেন স্কুটার। সেই স্কুটারে নিজের ইচ্ছেমতো ঘুরতে পারবেন কক্সবাজারের দর্শনীয় স্থান।

ভাড়া প্রথম ঘণ্টা ১৫০ টাকা ও পরবর্তি ঘণ্টা ১০০ টাকা করে।সেবাটি চালু হয়েছে সম্প্রতি।

বিবাইকের উদ্যোক্তারা জানান, কক্সবাজারে ভ্রমণ জটিলতাকে আরও সহজ করাই তাদের প্রধান লক্ষ্য।

এছাড়া অনেকে কক্সবাজারে বেড়াতে এসে গাড়ি ভাড়া নিয়ে সমস্যায় পড়েন। তাদের সেই সমস্যা দূর করতেই এ সেবার উদ্যোগ।

অন্যদিকে কক্সবাজার-টেকনাফ বা মেরিন ড্রাইভে পর্যটকরা সাধারণত জিপ বা অটো রিকশায় ঘুরে বেড়ান। তবে এখন বিবাইকের ফলে পর্যটকরা ঘুরতে পারবেন নিজেদের মতো করে।

বিবাইক সম্পর্কে বিস্তারিত জানা যাবে http://bbike.com.bd থেকে।

বিবাইকের ভাইস চেয়ারম্যান দ্বীন ইসলাম বলেন, মানুষের জীবনযাত্রাকে আরও সহজ করতে দেশে প্রথম বারেরমতো এ সেবা চালু করা হয়েছে। প্রাথমিকভাবে কক্সবাজারে এ সুবিধা মিলবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য পর্যটন এলাকাতেও এটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহের ও ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজালাল জানান, সেবাটিকে আরও সামনে এগিয়ে নিতে নিরলস কাজ করছেন তারা।

কক্সবাজারে ওয়ালটন প্লাজার ‘মিট দ্য ড্রিমার’
মে মাসেই পর্যটন চালুর প্রত্যাশা পর্তুগালের

আপনার মতামত লিখুন