শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
গাঁও গেরাম

সুবর্ণচরে শিক্ষার্থীদের সাথে সহকারী পুলিশ সুপারের মতবিনিময়

আরিফুর রহমান, সুবর্ণচর প্রতিনিধি:
১০ আগস্ট ২০২২

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সাথে ইভটিজিং, বাল্যবিবাহ ও মোবাইল এর অপব্যবহার বন্ধ কল্পে সচেতনতামুলক মতবিনিময় করেন সহকারী পুলিশ সুপার হাতিয়া ও সুবর্ণচর সার্কেল মো. আমান উল্লাহ।

মঙ্গলবার(২আগস্ট) উপজেলার পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের সাথে এ মতবিনিময় করেন তিনি।

সহকারী পুলিশ সুপার মো. আমান উল্লাহ বলেন, শিক্ষার্থীদেরকে মোবাইলের অপব্যবহার থেকে দুরে থাকতে হবে। বর্তমান শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ, পড়ালেখা শেষ করার আগে কেউ সম্পর্কে জড়াবে না, এবং বিএ পাশের আগে কারো বিয়ে করা উচিৎ নয়। শুধুমাতে পড়াশোনার গন্ডিতে নিজেকে আবদ্ধ করে রাখলে চলবেনা। পড়াশোনার বাইরে নিজেকে অনেক জ্ঞান অর্জনের জন্য নিজেকে বিলিয়ে দিতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, চরজব্বার ফাঁড়ি থানার ইনচার্জ মীর হোসেন, পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজে সহকারী অধ্যাপক মোহাম্মদ ইউছুফ আমজাদ, সহকারী প্রধান শিক্ষক মো. মহি উদ্দিন, সহকারী শিক্ষক মো. ফখরুল ইসলাম, দেলোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম, মো. খলিলুর রহমান, সাংবাদিক আবদুল বারী বাবলু, ব্যবসায়ী জামাল উদ্দিন ও গিয়াস উদ্দিন।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের পর্যটনশিল্প লক্ষ্যে পৌঁছাবেই: পর্যটন প্রতিমন্ত্রী
সিক্স-জি নিয়ে ভিভোর শ্বেতপত্র প্রকাশ

আপনার মতামত লিখুন