সুবর্ণচরে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ওসি'র মতবিনিময়

নোয়াখালী সুবর্ণচরে কর্মরত সাংবাদিকদের সাথে চরজব্বার থানার নবাগত ওসি হুমায়ুন কবির এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর ) বেলা ১২ টায় চরজব্বর থানা মিলনায়তনে এ মতবিনিময় সভায় নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির সাংবাদিকদের সাথে সমগ্র বিষয় নিয়ে আলোচনা করেন।
ওসি হুমায়ুন কবির বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে।
এ সময় উপস্থিত ছিলেন, ভোরের কাগজের সুবর্ণচর প্রতিনিধি বাবু লিটন চন্দ্র দাস, দৈনিক আজকের পৃথিবীর প্রতিনিধি কামাল চৌধুরী, দৈনিক আমাদের নতুন সময় সুবর্ণচর প্রতিনিধি মো. আবুল বাসার, দৈনিক যায়যায় দিন প্রত্রিকার প্রতিনিধি আব্দুল বারী বাবলু, আজকের পত্রিকা প্রতিনিধি মোজাহিদুল ইসলাম সোহেল, দৈনিক আমাদের সময় প্রতিনিধি আরিফুর রহমান, অবজারভার সুবর্ণচর প্রতিনিধিন মোঃ ইমাম উদ্দিন সুমন, কালবেলা প্রতিনিধি দিদারু আলম, আমার সংবাদের সুবর্ণচর প্রতিনিধি আরিফ সবুজ, মানব জমিনের সুবর্ণচর প্রতিনিধি মো. ছানা উল্যাহ, বাংলা বর্ণমালার সুবর্ণচর প্রতিনিধি মো. হানিফ মাহমুদ, সাংবাদিক আহসান হাবিব, মোঃ হাসান, মোঃ খালিদ হাসান প্রমুখ।
সভায় সাংবাদিকরা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা উন্নয়নে ও মাদক নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম আরো জোরদার করার দাবি জানান।
আপনার মতামত লিখুন