শুক্রবার, ০৩ মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
গাঁও গেরাম

কৃষি

সুবর্ণচরে ধান ক্ষেতে ইঁদুরের উপদ্রব, বিপাকে কৃষক

আরিফুর রহমান, সুর্বণচর (নোয়াখালী) প্রতিনিধি:
২১ অক্টোবর ২০২৩

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মাঠে মাঠে আমন ধানের শিষ বের হতে শুরু করেছে কিন্তু এর মধ্যেই ধানখেতে ইঁদুরের উপদ্রব দেখা দিয়েছে এতে বিপাকে পড়েছেন অনেক চাষি

স্থানীয় কৃষকরা বলেন, আমনের সময়ে এসে নানা পোকার আক্রমনে ভরপুর ছিল অতিরিক্ত কীটনাশক প্রয়োগ করে কিছুটা কমেছে এরপর শুরু হয়েছে ইঁদুরের অত্যাচার ক্ষেতে বিভিন্ন পদ্ধতিতে বিষমাখা টোপ, আতপ চালের টোপ কিংবা ফাঁদ পেতেও কোনো প্রতিকার মিলছে না ক্ষেত থেকে ইঁদুর দূর করতে না পেরে অসহায় হয়ে পড়েছেন কৃষকরা

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ৩৮ হাজার ৭১০ হেক্টর জমিতে আমন ধানের চাষ করা হয়েছে যেসব এলাকার জমি নিচু, সেখানে ইঁদুরের আক্রমণ বেশি হচ্ছে ইদানীং ইঁদুরের উপদ্রব তুলনামূলকভাবে বেড়ে গেছে সুবর্ণচরের চরক্লার্ক চরআমানউল্যাহ ইউনিয়নে ইঁদুরের আক্রমনে সবচেয়ে বেশি ধান খেত ক্ষতিগ্রস্ত হয়েছে

উপজেলার কয়েকটি গ্রাম ঘুরে দেখা গেছে, চাষিরা ইঁদুরের উপদ্রব থেকে ধান রক্ষা করতে ক্ষেতের মধ্যে বাঁশের কঞ্চি গেড়ে তাতে পলিথিন টাঙিয়ে দিয়েছেন অনেকে আবার  ক্ষেতের চারপাশে ইঁদুর মারার ফাঁদ তৈরি করে রেখেছেনকেউ কেউ খাবারে বিষ মিশিয়ে খেতের চারপাশে রেখে দিয়েছেন ইঁদুর মারার জন্য।

পূর্ব চরবাটা গ্রামের চাষি জামাল উদ্দিন জানান, তিনি এবার একর জমিতে আমন চাষ করেছেন এখন ধানের শিষ বের হচ্ছে অবস্থায় ক্ষেতে ইঁদুরের উপদ্রব দেখা দেওয়ায় তিনি দুশ্চিন্তয় আছেন ওষুধ ছিটিয়ে কোনো লাভ হচ্ছে না এখন তিনি  ক্ষেতের মধ্যে ইঁদুর মারার ফাঁদ তৈরি করে দিয়েছেন তাদে যদি একটু ভালো ফল পাওয়া যায়।

জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ জানান, ইঁদুর দমনের জন্য সবচেয়ে ভালো উপায় হলো ভালো মানের ঔষধ ব্যবহার করা এতে চাষিরা ক্ষতির হাত থেকে রক্ষা পাবে আমরা উপজেলা কৃষি বিভাগ থেকে ইদুরের আক্রমন থেকে কৃষককে বাঁচার জন্য বিভিন্ন পরামর্শ সার্বিক সহযোগীতা দিয়ে যাচ্ছি শীগ্রই আরো কিছুর সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করা হবে আশা করছি সমাধান হয়ে যাবে

ক্যান্টন ফেয়ারে সাড়া ফেলেছে ওয়ালটনের বিদ্যুৎসাশ্রয়ী ও পরিবেশবান্ধব স্মার্ট এসি
৩২ মিলিয়ন ডলারের ফ্রিজ, এসি ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স রপ্তানির সুযোগ সৃষ্টি

আপনার মতামত লিখুন