
নোয়াখালীর সুবর্ণচরের সোনাপুর-চেয়ারম্যান ঘাট সড়কে সিএনজি ও পাওয়ার টিলার এর সংঘর্ষে নুর নাহার (৬৫) নামে এক সিএনজি যাত্রী চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছে।
এঘটনায় সিএনজি চালকসহ অপর ৪জন চিকিৎসাধীন রয়েছে।
আজ শুক্রবার (২৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে সোনাপুর-চেয়ারম্যান ঘাট সড়কের তালতলি এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
ঘটনার সূত্রে জানাযায়, সিএনজি চলিত অটো রিক্সাটি চেয়ারম্যানঘাট থেকে ৫জন যাত্রী নিয়ে সোনাপুরের উদ্দেশ্যে যাত্রা করে।
সিএনজিটি যখন তালতলি এলাকায় এসে পৌঁছে হঠাৎ একটা পাওয়ার টিলার একপাশে মোড় নেয়।
তখন পিছন থেকে আসা সিএনজিটি চালক আর নিয়ন্ত্রণ করতে না পেরে পাওয়ার টিলারের সাথে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়।
এতে চালকসহ ৫ জন গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহতদের মধ্যে নুর নাহার নামে এক নারী সাড়ে ৩টার দিকে মারা যায়।
নিহত নুর নাহার (৬৫) হাতি উপজেলার হাতিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের বোল্লা খালী গ্রামের মোস্তাফিজুর রহমান এর স্ত্রী।
তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
এঘটনায় চরজব্বার থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির আমাদের সময়কে জানান, সিএনজি ও পাওয়ার টিলার সংঘর্ষের ঘটনায় হাতিয়া উপজেলার এক নারী মারা গেছে।
অপর ৪জন আহত অবস্থায় চিকিৎসাধীন আছে।
এঘটনায় সিএনজি ও পাওয়ার টিলার জব্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন