সুবর্ণচরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” শ্লোগানে সোমবার সকালে (৯ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সুবর্ণচর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ আয়োজন করে।
সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকী।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কবির আহাম্মদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ছালেহ উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শেকান্তর হোসেন, রনজিৎ চন্দ্র কুরী, হাফিজ আহমেদ, শিক্ষক মো. খলিলুর রহমান, মো. দেলোয়ার হোসেন ও সাংবাদিক আরিফুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও সুবর্ণচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী বাবলু।
এর আগে পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজ হাবিবিয়া সড়কে মানববন্ধন করা হয়। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, এনজিও প্রতিনিধি, সামাজিক সংগঠনের সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা অংশ নেয়।
আপনার মতামত লিখুন