বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ | ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
গাঁও গেরাম

সুবর্ণচরে ইসরায়েল বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

আরিফুর রহমান, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি:
০৭ এপ্রিল ২০২৫

ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের হত্যাযজ্ঞের প্রতিবাদে নোয়াখালীর সুবর্ণচরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সাধারণ মুসলিম জনতা। সোমবার সকাল ১০টায় সুবর্ণচর উপজেলার খাসের হাট রাস্তার মাথা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা চত্তরে এসে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনের নিপিড়ীত মানুষের জন্য কথা বলা আমাদের সকলের ঈমানি দায়িত্ব। বিশ্বের সকল মুসলমানসহ মানবিক মানুষদের ফিলিস্তিনের পাশে দাঁড়ানো আহ্বান জানান। এসময় বক্তারা সকল মুসলিম রাষ্ট্রের মানবসম্পদ কাজে লাগিয়ে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে অবরোধ তৈরি এবং ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান করেন।

সমাবেশে বক্তব্য দেন, মাওলানা কারী আব্দুল মান্নান, সাংবাদিক আব্দুল বারী বাবলু, তরুন সমাজ সেবক তারেক মুহাম্মদ শরীয়ত উল্লাহ, তালহা মুহাম্মদ সিফাত উল্লাহ, হানিফ মাহমুদ, আতিক হাসান, মাওলানা মোদাচ্ছেরুল বারী প্রমুখ।

সুবর্ণচরে সুপেয় পানির সংকটে জনস্বাস্থ্য অধিদপ্তরের ভ্রাম্যমান পানি সরবরাহ

আপনার মতামত লিখুন